ছবিতে সুইজারল্যান্ড-তুরস্ক ম্যাচ
আজারবাইজানের বাকুতে আজ ইউরোয় 'এ' গ্রুপের ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারায় সুইজারল্যান্ড। এ জয়ে ছয়টি গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে শীর্ষ চারে থেকে শেষ ষোলোয় ওঠার আশা ধরে রাখল সুইসরা।
সুইজারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন উইঙ্গার জেরদান শাকিরি। গতিময় ফুটবলের এ ম্যাচে তুরস্কও একেবারে ছেড়ে দেয়নি। দুই দল মিলিয়ে মোট ৪১টি আক্রমণ দেখেছে দর্শকেরা।
কিন্তু হারে ইউরো থেকে বিদায় নিল ৩ ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক। আসুন দেখে নেই এ ম্যাচের কিছু ছবি।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬