জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে অনীহা ফুটবলারদের?

শ্রীলঙ্কায় আগামী চারজাতি টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশে ফুটবল দলেরপ্রথম আলো ফাইল ছবি

তিন দিন অপেক্ষার পর অবশেষে অনুশীলনে নামলেন জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। কিন্তু ক্যাম্পে ডাকা ২৪ খেলোয়াড়ের মধ্যে পেলেন মাত্র ১৪ জনকে। এই ১৪ জনকে নিয়েই আজ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন সেরে নেন ৩৫ বছর বয়সী তরুণ পর্তুগিজ কোচ।  

৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ২৫ অক্টোবর থেকে। কিন্তু প্রথম তিন দিন অনুশীলন শুরু করা যায়নি খেলোয়াড়ের অভাবে। তিন দিন অপেক্ষার পর কোচ কিনা খেলোয়াড় পেলেন অর্ধেকের সামান্য বেশি!

মিডফিল্ডার সোহেল রানা অসুস্থতার কারণ দেখিয়ে ক্যাম্পে যোগ দিচ্ছেন না। বাফুফেকে তিনি আগেই জানিয়েছেন নিজের অপারগতা। ডিফেন্ডার বিশ্বনাথ ও ফরোয়ার্ড মতিন মিয়া বাবা হতে যাচ্ছেন। বাফুফেকে তাঁরা চিঠি দিয়ে ছুটি চেয়েছেন। চোটের কারণ ক্যাম্পে আসবেন না বলে চিঠি দিয়েছেন মিডফিল্ডার মাসুক মিয়া ও বিপলু আহমেদ।

অধিনায়ক জামাল ভূঁইয়া এখনো যোগ দেননি ক্যাম্পে
ছবি: বাফুফে

জামাল ভূঁইয়া ও তারিক কাজী দেশের বাইরে। ফিনিশ পাসপোর্ট সমস্যার সমাধান করতে তারিক কাজী আছেন ফিনল্যান্ড। তাঁরা কবে নাগাদ আসবেন সংশয় রয়েছে। ডিফেন্ডার ইয়াছিন খান ও আতিকুজ্জামান আজ সন্ধ্যা পর্যন্ত যোগ দেননি ক্যাম্পে। সাদ উদ্দিন আজ এলেও অনুশীলন করেননি।

এ অবস্থায় নতুন কোনো খেলোয়াড় এখনো ডাকেননি কোচ। তবে আগেই চূড়ান্ত করা হয়েছে, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলে উজবেকিস্তান থেকে শ্রীলঙ্কায় চলে যাবেন ৬ ফুটবলার। সেই ৬ ফুটবলার যোগ দিলেও ক্যাম্পে মানসম্মত অনুশীলনের জন্য আরও ফুটবলার দরকার কোচ লেমোসের। কিন্তু সেটিও পাচ্ছেন না লেমোস।
এ নিয়ে হতাশা থাকলেও তা মনের মধ্যেই লুকিয়ে রাখছেন নতুন কোচ। আজ অনুশীলন শেষে লেমোস বলেছেন, ‘দুর্ভাগ্যবশত এখনো আমরা সব খেলোয়াড়কে পাইনি। এতে কিছু করার নেই। খেলোয়াড়দের নানা সমস্যা রয়েছে। তবে যা আছে, তা নিয়েই এখন আমাদের সামনে এগোতে হবে। দেখা যাক কী হয়।’

শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে এখনো নাম লেখাননি অনেক ফুটবলারই
ফাইল ছবি: বাফুফে

নিজের কোচিং–জীবনে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েননি লেমোস। বাংলাদেশের ফুটবলে এটা নজিরবিহীন ঘটনা। জাতীয় দলের ক্যাম্পে আসতে ফুটবলারদের অনীহা ও ঢিলেঢালা মনোভাব আগে এতটা প্রকটভাবে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার প্রথম আলোকে বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ খেলে এসে সবাই ক্লান্ত। অনেকেই শ্রীলঙ্কা যেতে অনীহা দেখাচ্ছে। তবে মুখে হয়তো বলছে না।’ অনীহা দেখানো ফুটবলারদের কি কোনো শাস্তি দেবে ফেডারেশন? এমন এক প্রশ্নে কোচ লেমোস বলেন, ‘এটা ফেডারেশনের বিষয়।’

খেলোয়াড় কম পাওয়ায় প্রস্তুতিতে সমস্যা হবে না? এই প্রশ্নে কোচের কথা, ‘আমি খেলোয়াড়দের চিনি। কাজেই সমস্যা হবে না আশা করি। তারপর যোগ করেন, ‘শ্রীলঙ্কায় আমি এমন ফুটবল খেলতে চাই, যে ফুটবল খেলে জেতা যায়। আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া এবং সেটা সম্ভব। ’

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া কাতারপ্রবাসী নবাগত ফুটবলার ওবায়েদুর রহমানের দিকে চোখ আছে অনেকেরই। চূড়ান্ত দলেও থাকতে পারেন। অবশ্য খেলোয়াড়ের যা সংকট, তাতে ফিট কাউকে বাদ দেওয়ার সুযোগ কম কোচের। প্রথম দিনের অনুশীলন শেষে ওবায়দুর চূড়ান্ত দলেও থাকার আশাবাদ রাখলেন, ‘ফিট ছিলাম না বলে বাংলাদেশ লিগে বসুন্ধরা কিংসের হয়ে বেশি ম্যাচ খেলতে পারিনি। তবে এখন আমি ফিট আছি। কোচের পছন্দ হলে তিনি আমাকে চূড়ান্ত দলে নেবেন। তবে আমি আশাবাদী মূল দলেও থাকব।’