জেমি–ক্লিভলিদের সঙ্গে জামালদের একদিন
এ মাসের ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি আন্তর্জাতিক ম্যাচ দিয়েই মাঠে ফিরছে জাতীয় ফুটবল দল। প্রস্তুতি অবশ্য শুরু হয়েছে ২৪ অক্টোবর থেকেই। তবে একসঙ্গে পুরো দলের অনুশীলন শুরু হলো আজই প্রথম। প্রায় ১০ মাস পর জামাল ভূঁইয়াদের অনুশীলন করালেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ছিলেন তাঁর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস, নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলিও। দীর্ঘদিন পর সব কোচকে একসঙ্গে পেয়ে খেলোয়াড়দের চোখেমুখে ছিল আনন্দ, কোচরাও অনুশীলন পর্বটা করে রেখেছিলেন প্রাণবন্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ জাতীয় ফুটবল দলের অনুশীলনের টুকরো টুকরো মুহূর্ত ধরা পড়েছে শামসুল হক–এর ক্যামেরায়—
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮