তাঁকে নিয়ে কথা বলার আগে মুখ ধোয়ার পরামর্শ

এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনছবি: রয়টার্স

লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার রিচার্লিসনকে খোঁচাটা দিয়েছিলেন প্রায় এক মাস আগে। সেই খোঁচার জবাব গতকাল দিয়েছেন এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্রিস্টাল নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–২ গোলে জয়ের পর ক্যারাঘারকে ট্যাগ করে একটি টুইট করে জবাবটা দিয়েছেন রিচার্লিসন।

ঘটনার শুরু ২৪ এপ্রিল। সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে খেলতে গিয়েছিল এভারটন। মার্সিসাইড ডার্বি নামে পরিচিত দুই দলের সেই লড়াইয়ে ২–০ গোলে হেরে এসেছিল রিচার্লিসনের দল। সেই ম্যাচে বারবার মাঠে পড়ে যাচ্ছিলেন রিচার্লিসন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফাউলের আবেদনও করেছিলেন প্রতিবার পড়ে যাওয়ার পরই।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এভারটনের ৩–২ গোলের জয়ে একটি গোল করেছেন রিচার্লিসন
ছবি: রয়টার্স

রিচার্লিসনকে ওইভাবে বারবার পড়ে যেতে দেখে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার এবং বর্তমানে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করা ক্যারাঘার সেদিন বলেছিলেন, ‘উঠে পড়। প্রতি সপ্তাহে আমি ওকে এভাবেই খেলতে দেখি। ওঠো, আর খেলা চালিয়ে যাও। এর মধ্যেই তিনবার মাঠে পড়েছে ও। কোনো সমস্যাই দেখছি না (পড়ার মতো)!’

সেদিন ক্যারাঘারের কথার কোনো জবাবই দেননি রিচার্লিসন। দেবেনই-বা কী করে, দল যে হেরে গেছে। তাই খোঁচাটা হজম করে বাড়ি ফিরে গেছেন। সেই ম্যাচ আর কাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের মাঝে লিগে চারবার মাঠে নেমেছে এভারটন। লিভারপুলের বিপক্ষে খেলার পর তিন ম্যাচে দুটি জয় পেয়েছে ও একটিতে ড্র করেছে তারা। সেই তিন ম্যাচে কোনো গোল পাননি রিচার্লিসন।

ক্রিস্টাল প্যালেস ম্যাচের আগে নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোল পেয়েছেন রিচার্লিসন। সেই ম্যাচটিতে অবশ্য এভারটন ৩–২ গোলে হেরে যায় এবং তাদের প্রিমিয়ার লিগে টিকে থাকা কিছুটা হলেও শঙ্কায় পড়ে গিয়েছিল। এ কারণেই হয়তো সেদিন ক্যারাঘারের টুইটের জবাব দেননি ব্রাজিলিয়ান তারকা।

লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার
ফাইল ছবি

কাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–২ গোলের জয়ে এভারটনের প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত হয়েছে। রিচার্লিসনও গোল পেয়েছেন। সব মিলিয়ে এটাকেই ক্যারাঘারকে জবাব দেওয়ার মোক্ষম সময় মনে করেছেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে স্থানীয় সময় রাত দেড়টার পর টুইট করেছেন, ‘এভারটন আর আমাকে নিয়ে কথা বলার আগে মুখ ধুয়ে নেবেন। আর হ্যাঁ, আমি আপনাকে শ্রদ্ধা করি না।’

ক্যারাঘার অবশ্য এমন কথায় একটুও রাগ করেননি। সাবেক খেলোয়াড় হিসেবে বর্তমান খেলোয়াড়ের রাগ–ক্ষোভটা মেনে নিচ্ছেন। রিচার্লিসনের টুইটটি রিটুইট করে বলেছেন, ‘আমার আসলে এটা খুব ভালো লাগছে। আমি যখন খেলোয়াড় ছিলাম, তখন টুইটার থাকলে আমিও পণ্ডিতদের ভালো রকমের কথা শোনাতাম।’