১০ জনের মিলানকে হারাতে ৯৭ মিনিট লাগল আতলেতিকোর

গোলের পর গ্রিজমানের উল্লাসছবি : রয়টার্স

ফুটবল-বিশ্বকে বড্ড নিষ্ঠুর মনে হবে এসি মিলান–সমর্থকদের কাছে।

সাতবারের শিরোপাজয়ী তারা, তাও গত সাত বছর ইউরোপীয় প্রতিযোগিতার সবচেয়ে বড় এই আসরে মিলানকে দেখা যায়নি। সাত বছর পর এসেই নিজেদের জাতটা ঠিকই চেনাচ্ছে ক্লাবটা। কিন্তু তাতেও জয় ধরা দিচ্ছে না। আজ শেষ মুহূর্তে ২ গোল হজম করে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে বসেছে রোজোনেরিরা। এত ভয়ডরহীনভাবে খেলেও যদি না জেতা যায়, সবকিছু নিষ্ঠুর মনে হওয়াটাই স্বাভাবিক!

ম্লান মুখে দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন মিলান তারকারা
ছবি : রয়টার্স

২০ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের সহায়তায় মিলানকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। এর ঠিক ৯ মিনিট পর লাল কার্ড দেখে মিলানকে ১০ জনের দল করে দিয়ে যান আইভোরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।

বাকি ম্যাচ তাও একজন কম নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছিল দলটা। শেষমেশ তাও রক্ষা হয়নি। একজন কম নিয়ে খেলার খেসারত দিয়েছে মিলানের ক্লাবটা। শেষ মুহূর্তে ২ গোল করে আতলেতিকোকে উদ্ধার করেছেন দুই ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান ও লুইস সুয়ারেজ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টিতে গোল করে আতলেতিকোকে জেতান সুয়ারেজ।