নাবিব নেওয়াজের হাঁটুতে সফল অস্ত্রোপচার

হাঁটুতে অস্ত্রোপচার হয়েছেন নাবিব নেওয়াজ জীবনের।ছবি: প্রথম আলো

জাতীয় দল ও আবাহনী লিমিটেডের স্ট্রাইকার নাবিব নেওয়াজের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল কলকাতায় নাবিবের ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাবিব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ লিগামেন্ট (এসিএল) অপারেশন সম্পন্ন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’ ভারতের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে ফিরবেন তিনি।

কলকাতার হাসপাতালে অস্ত্রোপচারের পর নাবিব।
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে আবাহনীর অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাবিব। প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচটি কেবল খেলতে পেরেছিলেন। এরপরই চোটে পড়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। চোটটা পেয়েছিলেন গত ১৭ জানুয়ারি, আবাহনী ক্লাব মাঠে অনুশীলনে। হাঁটুর (এসিএল) অপারেশন করানোর পর বাংলাদেশের ফুটবলারদের মাঠে নামতে সাধারণত ছয়–সাত মাস সময় লেগে যায়। তাই মৌসুমের বাকি সময়টাও নাবিবের মাঠে নামার সম্ভাবনা তেমন নেই।

নাবিব নিজেও মোটামুটি মানসিকভাবে প্রস্তুত ব্যাপারটির জন্য, ‘আমি জানি এ চোটের পর অস্ত্রোপচার করিয়ে মাঠে ফিরতে ফিরতে অনেক দিন সময় লেগে যায়। আমার অস্ত্রোপচার হলো মাত্র। তাই খুব শিগগির যে মাঠে ফিরতে পারছি না, এটা বলা যায়।’