নেইমারের দশ নম্বর জার্সি কার গায়ে?

>চোটের কারণে ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না ব্রাজিলের দশ নম্বর জার্সিধারী তারকা নেইমার। নেইমার যেহেতু নেই, ব্রাজিলের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সিটা কে পরবেন এই দুই ম্যাচে? ব্রাজিলের কোচ তিতে পছন্দ করেছেন এসি মিলানের তরুণ মিডফিল্ডার লুকাস পাকেতাকে।
যুগে যুগে কিংবদন্তি অনেক খেলোয়াড় ব্রাজিলের দশ নম্বর জার্সির জৌলুশ বাড়িয়েছেন। পেলে, রোনালদিনহো, জিকো, কাকা, রিভালদো, জাইর, রিভেলিনো, জুনিনহোর মতো তারকার পথ ধরে গত কয়েক বছর ধরে এই জার্সিটা এখন নেইমারের সম্পত্তি। কিন্তু পায়ের চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। নেইমারের অনুপস্থিতিতে ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সি পরার সম্মান পেতে যাচ্ছেন লুকাস পাকেতা।
কিন্তু কে এই পাকেতা? ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা উদীয়মান তারকা তিনি। রোমারিও, জিকো, লিওনিদাস, বেবেতো, গারসন, জাইরের মতো বিশ্ব কাঁপানো ব্রাজিল তারকারা যে ক্লাব থেকে উঠে এসেছেন, সেই ফ্ল্যামেঙ্গো থেকে উঠে এসেছেন পাকেতাও। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা এই উদীয়মান তারকাকে এর মধ্যেই 'নতুন কাকা' হিসেবে অভিহিত করা হচ্ছে। ফলে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে গত জানুয়ারিতে ফ্ল্যামেঙ্গো থেকে এই তারকাকে নিয়ে এসেছে ইতালিয়ান পরাশক্তি এসি মিলান, যে এসি মিলানে থেকেই কাকা বিশ্বসেরা হয়েছিলেন। এসি মিলানে দুর্দান্ত খেলার সুবাদে ব্রাজিল দলেও ডাক পাচ্ছেন এখন। সেই পাকেতার গায়েই এবার দশ নম্বর জার্সি চাপাচ্ছেন কোচ তিতে।
সামনের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই সপ্তাহে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে ব্রাজিল। নেইমারের অনুপস্থিতিতে এই দুই ম্যাচের জন্য দশ নম্বর জার্সি পরার অধিকার পেলেন পাকেতা।
এত বড় দায়িত্ব চেপেছে কাঁধে, পাকেতা নিজে কি ভাবছেন এই জার্সি পরা নিয়ে? 'দশ নম্বর জার্সি পরতে পারাটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তবে আমি আমার দায়িত্ব সম্পর্কে জানি। রোনালদিনহো, পেলে, জিকোর মতো খেলোয়াড়েরা এই জার্সি পরেছেন। সেই জার্সির দায়িত্ব এখন আমার কাঁধে দেওয়া হয়েছে। আশা করি, আমি আমার ওপর রাখা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারব। দশ নম্বর জার্সির একটা আলাদা ওজন আছে। কিন্তু ভুলে যাওয়া চলবে না, ব্রাজিলের জার্সিরই একটা আলাদা ওজন আছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই জার্সি। নম্বর সেখানে কোনো ব্যাপার না।'