ফিনালিসিমার শেষ প্রস্তুতিতে মেসিরা

রোমাঞ্চকর এক রাত আজ ফুটবলপ্রেমীদের। আর্জেন্টিনা বনাম ইতালি। রাত পৌনে একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচের একটা চমৎকার নামও আছে—‘লা ফিনালিসিমা’। ইউরো ও কোপা আমেরিকাজয়ী দুই দলের লড়াই এটি। বহু আগেই এমন ম্যাচ আয়োজনের জন্য লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক উয়েফার মধ্যে চুক্তি হয়েছিল। সে ম্যাচই বাস্তবতার আলো দেখছে আজ রাতে। এর মাধ্যমেই ২৯ বছর পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে যাচ্ছেন ‘কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতার তৃতীয় কিস্তি। এই ম্যাচের আগে ওয়েম্বলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দলই। তাদের গা গরমের মুহূর্তগুলো নিয়েই আমাদের এই ফটোফিচার...
১ / ১২
ওয়েম্বলিতে আর্জেন্টিনার অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন লিওনেল মেসি
ছবি: রয়টার্স
২ / ১২
ওয়েম্বলির মাঠে প্রবেশের মুহূর্তে আনহেল দি মারিয়াকে কিছু একটা বলছেন মেসি
ছবি: রয়টার্স
৩ / ১২
মনোযোগ দিয়ে কোচ লিওনেল স্কালোনির কথা শুনছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ম্যাচটা যে পরিণত হয়েছে মর্যাদার লড়াইয়ে
ছবি: রয়টার্স
৪ / ১২
মাঠে যেমন থাকেন, ‘লা ফিনালিসিমা’ খেলতে নামার আগে আর্জেন্টিনার অনুশীলনেও মধ্যমণি হয়ে রইলেন ওই মেসিই
ছবি: রয়টার্স
৫ / ১২
স্কালোনির মাথায় নিশ্চয়ই ঘুরছে হরেক রকম কৌশল! শেষ মুহূর্তে বেছে নেন কোনটা, দেখার বিষয় সেটিই
ছবি: রয়টার্স
৬ / ১২
প্রস্তুত হচ্ছেন আর্জেন্টিনা দলের গোলকিপাররাও। কোপা মাতিয়ে আসা এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরেই চলছে গোলবার আগলানোর পরিকল্পনা
ছবি: রয়টার্স
৭ / ১২
কোপার পর লা ফিনালিসিমাও জিততে হবে—আর্জেন্টাইন ফুটবলারদের চোখে মুখে সেই প্রত্যয়ই
ছবি: রয়টার্স
৮ / ১২
ইতালির অনুশীলনে ফ্রান্সেসকো আকারবি। বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো কোয়ালিফাই করতে ব্যর্থ ইতালির জন্য এ ম্যাচ বড় পরীক্ষাই।
ছবি: রয়টার্স
৯ / ১২
ওয়েম্বলিতে অনুশীলনে বিশেষ ভঙ্গিতে ইতালির ম্যানুয়েল লাজ্জারি
ছবি: রয়টার্স
১০ / ১২
ইতালির মধ্যমাঠে বড় ভূমিকা নিতে হবে জর্জিনহোকে
ছবি: রয়টার্স
১১ / ১২
কোচিং স্টাফের সঙ্গীদের সঙ্গে ইতালির কোচ রবার্তো মানচিনি।
ছবি: রয়টার্স
১২ / ১২
মেসিকে ঠেকাতে প্রস্তুতি ইতালির গোলকিপার দোন্নারুমার।
ছবি: রয়টার্স