বাংলাদেশকে টপকে ভারত শীর্ষে

ভুটানের বিপক্ষে জয়ের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে ভারতছবি: বাফুফে

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের হয়ে জোড়া গোল করেছেন প্রিয়াঙ্কা দেবী। অন্য গোলটি সুমাতি কুমারীর।

এতে টানা ২ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকায় বাংলাদেশকে ছাড়িয়ে শীর্ষে চলে গেল ভারত। ৬ পয়েন্ট ভারতের, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় বাংলাদেশ। তৃতীয় স্থানে থাকা নেপালেরও পয়েন্ট ৪। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগের ম্যাচে বাংলাদেশের কাছে ৬ গোল খাওয়া ভুটান ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারবে, সেটা অনুমিতই ছিল। সে তুলনায় ৩ গোল খাওয়া কমই মনে হচ্ছে। আসলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের দেখে নিতে চেয়েছিলেন ভারতের কোচ এমব্রোস অ্যালেক্স। ভারতের জার্সিতে যেকোনো পর্যায়ে আজ প্রথমবারের মতো খেলেছেন চারজন ফুটবলার।

ভারতের জার্সিতে চার ফুটবলারের অভিষেক হয়েছে
ছবি: বাফুফে

তবু ভুটানের বিপক্ষে জয় তুলে নিতে কষ্ট হয়নি প্রতিবেশী দেশটির। স্কোরলাইন বোঝাতে পারছে না, ম্যাচে কতটা দাপট ছিল ভারতের মেয়েদের। অনেক গোল মিস করেছে তারা। ভুটানের খেলোয়াড়েরাও দেখিয়েছেন উন্নতির ছোঁয়া।

প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়ার্ধে ভারত পায় নিজেদের তৃতীয় গোলটি। সাত মিনিটে ভারতকে প্রথমবার এগিয়ে দেন লেফট উইঙ্গার সুমিতা কুমারী। ডান প্রান্ত থেকে আমিশা বাক্সলার ক্রসে দূরের পোস্টে দৌড়ে এসে পা ছুঁইয়ে গোলটি করেছেন সুমিতা।

৪১ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান ২-০ করেছেন প্রিয়াঙ্কা। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারকে কোনো সুযোগই দেননি তিনি। এই অঞ্চলের মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে এমন গোল সচরাচর দেখা যায় না।

ভারতের মেয়েরা এমন গোলের উচ্ছ্বাস করেছেন তিনবার
ছবি: বাফুফে

৫৩ মিনিটে প্রিয়াঙ্কার দ্বিতীয় গোলটিও চোখে লেগে থাকার মতো। রাইটব্যাক ক্রিতিনা দেবী ওভারল্যাপিং করে ওপরে উঠে এসে ক্রস করেছিলেন। বক্সের মধ্য থেকে ভলিতে জালে জড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা, ৩-০। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেন ভুটানের গোলকিপার।

২ ম্যাচে ৩ গোল করে প্রিয়াঙ্কাই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আজকের ম্যাচে তাঁর দারুণ ২ গোল বাংলাদেশের জন্য হয়ে রইল হুমকির বার্তা।

একই স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপাল। জোড়া গোল করেছেন স্ট্রাইকার রাশমি কুমারী। একটি করে গোল সাবিতা রানা, মেনুকা কুমারী, রজনি থোকার ও সালোনি রানামাগারের।