বার্সার ব্যাপারে হাত ধুয়ে ফেলেছেন নেইমার
কাতালান ক্লাবটিতে ফেরার চিন্তা আর করছেন না, বরং পিএসজিতেই কিংবদন্তিতুল্য কিছু করতে চান ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
প্রায় বিচ্ছেদ হতে হতেও পিএসজির সঙ্গে নেইমারের সম্পর্কটা বুঝি টিকে গেল। প্রায় মিলন দেখতে দেখতেও বার্সেলোনার সঙ্গে নেইমারের সম্পর্কে পুনর্মিলন বুঝি আর হলো না!
ইউরোপের সংবাদমাধ্যমে গুঞ্জন তেমনই। গত বছর নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে কত জল ঘোলাই না হলো! কিন্তু বছরখানেক পর এসে এবারের দলবদলে আর নেইমারের বার্সা ফেরার গুঞ্জন শোনা যায়নি। এখন যা গুঞ্জন, তাতে আর কখনোই তা না শোনা যাওয়ারই জোগাড়। নেইমার নাকি বার্সার ব্যাপারে হাত ধুয়ে ফেলেছেন। কাতালান ক্লাবটিতে ফেরার চিন্তা আর করছেন না, বরং পিএসজিতেই কিংবদন্তিতুল্য কিছু করতে চান ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফরাসি ক্রীড়াদৈনিক ফুত মেরকাতো জানাচ্ছে, পিএসজির সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করার ইচ্ছার কথা এরই মধ্যে ক্লাবের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন নেইমার।
পিএসজিতে নেইমারের চুক্তির আর দেড় বছরের মতো বাকি আছে। ২০২২ সালের জুনে শেষ হয়ে যাবে বর্তমান চুক্তি। কিন্তু চুক্তিটা নবায়নে নেইমারই এখন আগ্রহী।
অথচ বছরখানেক আগেও এমনটা কে ভেবেছিল! পিএসজি ছাড়ার ইচ্ছার কথা তখন প্রকাশ্যেই জানিয়েছিলেন নেইমার, জানিয়েছিলেন বার্সায় ফেরার ইচ্ছার কথাও। এমনকি বার্সায় ফিরতে প্রয়োজনে নিজের গাঁটের পয়সা খরচ করতেও রাজি ছিলেন নেইমার! কিন্তু এরপর থেকে মাঠে, মাঠের বাইরে পিএসজি যত এগিয়েছে, বার্সা ততটাই পিছিয়েছে।
গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে পিএসজি। শেষ পর্যন্ত শিরোপা জেতাতে না পারলেও কিলিয়ান এমবাপ্পেকে পাশে নিয়ে পিএসজির সে স্বপ্নযাত্রায় নেতৃত্ব দিয়েছেন নেইমার। উল্টোদিকে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জায় বিদায় নিয়েছে। তা চ্যাম্পিয়নস লিগে লজ্জায় বিদায় তো গত কয়েক বছরে বার্সার ‘অভ্যাস’ হয়ে গেছে, গত মৌসুমে বার্সা লিগও খুইয়েছে রিয়াল মাদ্রিদের কাছে।
এ তো গেল মাঠের অবস্থা, মাঠের বাইরেও বার্সা নড়বড়ে। নেইমারের প্রিয় বন্ধু লিওনেল মেসি গত আগস্টে বার্সা ছাড়ার চেষ্টা করেছেন। কাতালান ক্লাবটার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ দিন কয়েক আগে পদত্যাগ করেছেন। কিন্তু এখন জানা যাচ্ছে, বার্তোমেউ গং বার্সাকে আর্থিকভাবে এত শোচনীয় অবস্থায় রেখে গেছেন যে মেসিরা বেতন কমাতে রাজি না হলে বার্সা দেউলিয়াও হয়ে যেতে পারে!
এমন একটা ক্লাবে এখন নেইমার ফিরতে যাবেন কোন দুঃখে। ফুত মেরকাতোও লিখেছে, ‘গত কয়েক সপ্তাহে গুঞ্জন এই যে ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফ্রান্সে তাঁর অভিযান আরও লম্বা করছেন। (পিএসজিতে) তাঁর প্রথম দুই মৌসুমের পর আর গত মৌসুমে প্রকাশ্যে তাঁর ক্লাব ছাড়ার ইচ্ছা জানানোর পর যেটা ভাবা যায়নি। গত মৌসুমটা এই স্ট্রাইকারের ভাবনা বদলে দিয়েছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা দলটার মাঠের নেতা তিনি, দলের আবহে সন্তুষ্টও। এখন তিনি ক্লাবে থাকার কথা ভাবছেন।’
ভাবনাটার কথা নেইমার লিসবনে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব চলার সময়ে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফিকে জানিয়ে দিয়েছেন বলেও জানাচ্ছে ফুত মেরকাতো। চুক্তি সই করতে কী কী আর্থিক শর্ত দিয়েছেন নেইমার? সেটিও জানাচ্ছে ফুত মেরকাতো, ‘ওই উপলক্ষেই (লিসবনে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের সময়ে) তিনি জানিয়েছেন, একই শর্তে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নে রাজি। অর্থাৎ বছরে ৩৬ মিলিয়ন (৩ কোটি ৬০ লাখ) ইউরো বেতনে রাজি তিনি।’
কদিন আগেও সংবাদমাধ্যমে নেইমার তেমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি আগামী মৌসুমে পিএসজিতে থাকছি। থাকছি আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে এবং এবার ফাইনালটা জিততে চাই। ক্লাবটার ইতিহাসে আমার নাম রেখে যেতে সবকিছু করব।’
তবে লিসবনে নেইমারের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার পর থেকে দুই পক্ষের আলোচনা চললেও চুক্তি নবায়নে অগ্রগতি তেমন হয়নি। নেইমারের কাছ থেকে মৌখিক সম্মতি পাওয়াতেই কি না, পিএসজির নজর এখন অন্য দিকে—আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের চুক্তি নবায়নে।
আমি আগামী মৌসুমে পিএসজিতে থাকছি। থাকছি আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে এবং এবার ফাইনালটা জিততে চাই
বিশ্বকাপজয়ী ২১ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারেরও চুক্তির মেয়াদ নেইমারের মতোই, শেষ হবে ২০২২ সালের জুনে। কিন্তু এমবাপ্পের চুক্তি নবায়নে পিএসজি বেশি জটিলতার মুখোমুখি হচ্ছে বলেই জানাচ্ছে ফুত মেরকাতো, ‘(পিএসজির) ক্রীড়া পরিচালক ক্লাবের আরেক তারকা এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনাতেই বেশি আগ্রহী এখন, তাঁর চুক্তিও শেষ হচ্ছে ২০২২ সালে। ফরাসি তারকাকে রাজি করানো বেশি কঠিন মনে হচ্ছে, যে কারণে তাঁর চুক্তি নবায়ন (পিএসজির কাছে) অগ্রাধিকার পাচ্ছে।’
আর নেইমার? ফুত মেরকাতো লিখেছে, ‘নেইমার তাঁর (চুক্তি নবায়নের) ভাবনা গুছিয়ে ফেলেছেন, পিএসজিতে আরও অনেক বছর থাকতে চান তিনি। বার্সেলোনায় তাঁর ফিরতে চাওয়ার ইচ্ছার সেই সময়টা এখন পেছনে ফেলে এসেছেন।’