বার্সায় মেসির নতুন চুক্তির যত গোপন খুঁটিনাটি
বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে নিশ্চিত বেশ খুশিই ছিলেন বার্সেলোনার সমর্থকেরা। লিওনেল মেসি চুক্তি নবায়ন করবেন, বার্সেলোনার সঙ্গে কথাবার্তা ভালোভাবে এগোচ্ছে, এমন কিছুই শোনা যাচ্ছিল এত দিন। গত বুধবার স্পেনের মার্কা, এএস, স্পোর্তসহ বেশ কয়েকটি পত্রিকা নিশ্চিত করে দিয়েছে, পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করছেন মেসি।
আর সেটি করতে আর্থিক দুরবস্থায় থাকা বার্সেলোনাকে বেশ বড় সাহায্যই করেছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড, আগের চুক্তি থেকে বেতন একেবারে অর্ধেক কমাতে রাজি হয়েছেন!
তা কী ছিল সেই চুক্তিতে? খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের চুক্তি তো গোপনীয় ব্যাপার, বার্সার সঙ্গে মেসির সেই চুক্তির গোপনীয় কিছু দিক বিশ্লেষণী এক প্রতিবেদনে তুলে এনেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়াদৈনিক মার্কা। কীভাবে মেসি আর বার্সার সমঝোতা হয়েছে, সেটিও মার্কা লিখেছে বিশ্লেষণী আরেক প্রতিবেদনে।
৩০ জুনের পর থেকেই কাগজে-কলমে আর বার্সেলোনার খেলোয়াড় নন মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে তাঁর আগের চুক্তি শেষ হয়ে গেছে সেদিন। এর মধ্যে আর্জেন্টিনার ২৮ আর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছেন মেসি, ক্লাবেও ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন এক বছর আগের তুলনায় বেশ সুখে আছেন।
এক বছর আগে তৎকালীন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর ওপর তিতিবিরক্ত মেসি ক্লাব ছাড়তে চেয়ে বুরোফ্যাক্স পাঠিয়েছিলেন, কিন্তু এক বছর ঘুরতে দৃশ্যপটে প্রায় ১৮০ ডিগ্রি বদল। বার্তোমেউকে সরিয়ে দিয়েছেন বার্সেলোনার নিবন্ধিত সদস্যরা, সে জায়গায় নির্বাচনে জিতে এসেছেন হোয়ান লাপোর্তা, যাঁর সঙ্গে মেসির সম্পর্ক বেশ ভালো। মেসির দাবি মেনে বার্সাকে লিগ-চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতিও দিয়েছেন লাপোর্তা, সে অনুযায়ী কাজও করছেন।
মেসির চুক্তি নবায়নে রাজি হওয়া হয়তো এসবেরই প্রতিফলন। কিন্তু চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি কেন? সেটি নিশ্চিত করতে আর কী বাধা আছে? মেসির চুক্তিতেই–বা কী কী খুঁটিনাটি শর্ত আছে? মার্কা সেসব তুলে এনেছে...
পাঁচ বছরের চুক্তি মূলত হতে পারে দুই বছরের
মেসির নতুন চুক্তিটা পাঁচ বছরের হবে, এমনই শোনা যাচ্ছে। তবে মার্কা লিখছে, এর মধ্যে দুই বছর বার্সার জার্সিতে মাঠে খেলবেন মেসি। এরপর তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা আছে, সেটিও ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামিতে।
সেখানেও বার্সার সঙ্গে চুক্তিবদ্ধই থাকবেন মেসি, তবে খেলোয়াড় হিসেবে নয়, শুভেচ্ছাদূত হিসেবে। এভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করে বার্সা মূলত মেসিকে যে অর্থ দিতে হবে, সেটিকে দুই বছরের বদলে পাঁচ বছরে বণ্টন করে দিল! ক্লাবের আর্থিক বিবরণীতে বেতনের ঘরে চাপ তাতে কিছুটা কমছে আর কী!
মেসির বেতন কর্তন
আগের চুক্তিতে ৫ বছরে ৫০ কোটি ইউরোর বেশি পেয়েছেন মেসি, যেটি ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বেশি বেতনের চুক্তি ছিল। কিন্তু করোনাকালে একদিকে বিশ্বের সব ফুটবল ক্লাবই ধুঁকছে, আর বার্তোমেউর বোর্ডের ‘সৌজন্যে’ বার্সার আর্থিক অবস্থা তো অনেক দিন ধরেই নড়বড়ে। সে কারণে ক্লাবের প্রয়োজনে ৫০ শতাংশ বেতন কমিয়েছেন মেসি!
মার্কার বিশ্লেষণে, আর্থিকভাবে নাজুক বার্সেলোনার এতে দুটি লাভ। এক. মেসির বেতনের ভার কমছে। দুই. অধিনায়ক মেসি এত বড় অঙ্কের ছাড় দেওয়া দলের অন্যদের জন্য একটা উদাহরণ। এতে অনুপ্রাণিত হয়ে বার্সায় অস্বাভাবিক উঁচু বেতন পাওয়া অনেকেই হয়তো বেতন কমাতে রাজি হবেন।
খরচ নিয়ন্ত্রণে লা লিগার কড়াকড়ি
মেসি বেতনে বড় অঙ্কের ছাড় দিলেও তাঁর চুক্তি এখনো আনুষ্ঠানিক হয়নি। কারণ, মেসিকে নিবন্ধনের আগে বার্সার বেতনের বিল লিগের অনুমোদিত বেতনের বিল ছাড়িয়ে গেছে। এ কারণে এই মৌসুমে দলে আনা সের্হিও আগুয়েরো, মেম্ফিস ডিপাই, এরিক গার্সিয়া ও এমারসন রয়ালকে এখনো নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারেনি বার্সা। লিগের অনুমোদিত বেতন কাঠামোর মধ্যে থেকে মেসিসহ নতুন এই চার খেলোয়াড়কে নিবন্ধন করাতে গেলে বার্সার বেতনের বিল আরও কমাতে হবে।
সে কারণেই একদিকে মেসি বেতন কমিয়েছেন, অন্যদিকে তাঁর এই কমে আসা বেতনকে পাঁচ মৌসুমে ভাগ করে দেখাবে বার্সেলোনা। তারপরও মেসিসহ নতুন খেলোয়াড়কে নিবন্ধন করানোর আগে বর্তমানে দলের প্রয়োজনের অতিরিক্ত কিংবা উঁচু বেতনের কয়েক খেলোয়াড়কে আগে বিক্রি করতে হবে বার্সার কিংবা ধারে পাঠাতে হবে। বেশ গলদঘর্ম অবস্থাই হচ্ছে লাপোর্তার বোর্ডের। বার্তোমেউর বোর্ডকে নিশ্চিত শাপশাপান্ত করছেন তাঁরা!
যে খেলোয়াড়দের ক্লাব ছাড়তে হতে পারে
এরই মধ্যে ফ্রান্সিসকো ত্রিনকাও, জুনিয়র ফিরপো, কনরাদ দে লা ফুয়েন্তে, জঁ-ক্লের তোদিবো, কার্লেস আলেনিয়ার মতো প্রয়োজনের অতিরিক্ত কয়েকজনকে বিক্রি করেছে বার্সেলোনা। কিন্তু তাঁদের বিক্রি করে খুব বেশি অর্থ পায়নি কাতালান ক্লাবটি। তার ওপর এই খেলোয়াড়দের বেতনও খুব বেশি ছিল না বলে সেখানেও বড় অঙ্কের ছাড় মেলেনি। অবস্থাটা অনেকটা ফেরারি কিনতে মাটির ব্যাংকে টাকা জমানোর মতো!
মেসিসহ চার নতুন খেলোয়াড়কে অনুমোদিত বেতনের বিলের মধ্যেই নিবন্ধন করাতে গেলে বার্সাকে ‘চুনোপুঁটি’ নয়, ‘রুই-কাতলা’ বিক্রি করতে হবে। সেই রুই-কাতলা হতে পারেন ফিলিপ কুতিনিও আর আঁতোয়ান গ্রিজমান কিংবা ওসমান দেম্বেলে।
চোট কাটিয়ে পুনর্বাসনে থাকা কুতিনিওকে বিক্রি করতে না পারলে অন্তত ধারে অন্য কোথাও পাঠাতে চায় বার্সা।
দেম্বেলের ক্ষেত্রে হিসেবটা একটু জটিল। তাঁর প্রতিভার কদর আছে বার্সায়, দলের খেলার কৌশলেও দেম্বেলের গুরুত্ব আছে। কিন্তু বার্তোমেউর বোর্ডের কাছে বাজারদরের চেয়ে অনেক বেশি বেতন পাওয়া দেম্বেলেকে বেতন কমিয়ে চুক্তি নবায়নের প্রস্তাব দিচ্ছে বার্সা। তাতে রাজি না হলে তাঁকে বিক্রি করার চেষ্টা করবে তারা। সেখানেও ঝামেলা হলো, ইউরোতে চোট পেয়ে তিন-চার মাসের জন্য মাঠের বাইরে যাওয়া দেম্বেলেকে বিক্রি করা সহজ হবে না।
বার্সা আপাতত গ্রিজমানকে বিক্রি করার চেষ্টায় আছে। গ্রিজমানের উঁচু বেতন বিবেচনায় দলের কৌশলে তাঁর প্রয়োজন নিয়ে ক্লাবের ভেতরে পক্ষে-বিপক্ষে মত ছিল সব সময়ই, কিন্তু এখন বেতনের বোঝা কমানোর চেষ্টায় থাকা বার্সার গ্রিজমানকে বিক্রি করা ছাড়া তেমন বিকল্প নেই।
এ ক্ষেত্রে গ্রিজমানের চাওয়া তাঁর সাবেক ক্লাব আতলেতিকো মাদ্রিদে ফেরা। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাই গ্রিজমানের বদলে খেলোয়াড় অদলবদলের চুক্তি নিয়ে বার্সার আলোচনা চলছে বলে গুঞ্জন।
এত দিন শোনা গিয়েছিল, বার্সা গ্রিজমানকে দিয়ে আতলেতিকোর কাছে তাদের স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজকে চাওয়ার পাশাপাশি ১ কোটি ৫০ লাখ ইউরো চাইবে। কিন্তু দুদিন ধরে শোনা যাচ্ছে ভিন্ন গুঞ্জন। সল নয়, গ্রিজমানের বদলে আতলেতিকো থেকে পর্তুগিজ উইঙ্গার জোয়াও ফেলিক্সকে চায় বার্সা।
মেসিকে ঘিরে স্পনসরদের চাওয়া
মেসির চুক্তি নবায়ন শুধু খেলার দিক থেকেই নয়, স্পনসরশিপের দিক থেকেও বার্সার জন্য গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে যে মেসি এ মুহূর্তে বার্সার খেলোয়াড় নন, এ নিয়ে স্পনসরদের দিক থেকে বেশ চাপের মুখে আছে বার্সা।
মেসির চুক্তি নবায়নে দেরি স্পনসরদের পছন্দ হচ্ছে না। মেসি এ মুহূর্তে কাগজে-কলমে বার্সেলোনার খেলোয়াড় নন বলে ক্লাবের জার্সি উন্মোচনের অনেক ভিডিওতে তাঁকে রাখা যাচ্ছে না, জার্সির স্পনসরদের তা পছন্দ হয়নি।
অন্যদিকে বার্সার সঙ্গে অনেক স্পনসরের চুক্তি শেষ হয়ে যাবে ২০২১ সালে, সে ক্ষেত্রে তাদের সঙ্গে চুক্তি নবায়ন কিংবা নতুন স্পনসর পাওয়ার ক্ষেত্রেও মেসিকে কাগজে-কলমে ক্লাবের খেলোয়াড় হিসেবে দেখানো বার্সার জন্য গুরুত্বপূর্ণ। তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড়ের থাকা না থাকা চুক্তির অঙ্ক নির্ধারণে বার্সার দর-কষাকষিতে অনেক বড় পার্থক্য গড়ে দেবে!