বেনজেমা ফিরলেন ফ্রান্স জাতীয় দলে

ফ্রান্স দল ঘোষণার সময় পর্দায় ভেসে ওঠে বেনজেমার ছবি।ছবি: এএফপি

গুঞ্জন সত্যি করে শেষ পর্যন্ত করিম বেনজেমাকে জাতীয় দলের ডাকলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ইউরোর জন্য আজ ঘোষিত ২৬ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। ৩৩ বছর বয়সী বেনজেমা সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০১৫ সালে। সে সময়ের জাতীয় দল সতীর্থ ম্যাথু ভালবুয়েনার স্পর্শকাতর ভিডিও প্রকাশের ঘটনায় বেনজেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন বেনজেমা।

ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করেছেন বেনজেমা। এ মৌসুমে ফরাসি ফুটবলারদের ভোটে গত মঙ্গলবার দেশটির সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন বেনজেমা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন আলজেরিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার। একটা সময় দেশ বলেছিলেন বেনজেমাকে দলে নিলে অস্থিরতা তৈরি হতে পারে জাতীয় দলে। কিন্তু শেষ পর্যন্ত বেনজেমাকে দলে নিতেই হলো দেশমকে।

বেনজেমা ফ্রান্সের হয়ে সর্বশেষ খেলেছে ২০১৫ সালে।
ছবি: এএফপি

দল ঘোষণা করতে গিয়ে দেশম বলেন অতীতের চেয়ে বর্তমানের গুরুত্বই বেশি তাঁর কাছে, ‘শুধু আমার কেন, কারওরই অতীতে ফিরে গিয়ে কোনো কিছু বদলে ফেলার ক্ষমতা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজ ও আগামীকাল। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ।’

তবে সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ ছিল না সেটিও জানিয়েছেন দেশম, ‘আমরা দেখা করেছি। লম্বা সময় কথা বলেছি। এরপর অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। কী নিয়ে আলাপ করেছি তা নিয়ে কিছু বলব না। সেটি শুধু আমাদের নিজেদের বিষয়।’

দেশম দল ঘোষণার আগে ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ বেনজেমার দলের ফেরার ইঙ্গিত দেয়। পত্রিকাটি লেখে ফরাসি ফুটবলের ওপর মহল থেকে বেনজেমাকে দলে রাখার অনুরোধ এসেছে দেশমের কাছে। আর্সেনালের সাবেক ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারও বেনজেমাকে ফেরানোর কথা বলেছেন।

বেনজেমার ফেরা ছাড়া ২৬ জনে দলে তেমন কোনো চমক নেই। কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়ান গ্রিজমান, অলিভিয়ের জিরু, পল পগবা, এনগোলো কান্তে, হুগো লরিসের মতো তারকারা সবাই আছেন দলে। বাদ পড়াদের মধ্যে বড় নাম বিশ্বকাপজয়ী ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।

ফ্রান্স দল

গোলরক্ষক: হুগো লরিস, মাইক মাইনিয়ান, স্টিভ মাঁদাঁদা।

ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোয়া, লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুল কুন্দে, ক্লেমঁ লংলে, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, কুর্ত জুমা।

মিডফিল্ডার: এনগোলো কান্তে, তমাস লেমার, পল পগবা, আদ্রিয়াঁ রাবিও, মুসা সিসোকো, করেনতাঁ তোলিসো।

ফরোয়ার্ড: উইসিয়াম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম।