ব্যালন ডি’অর জিততে পিএসজি ছাড়বেন এমবাপ্পে?

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।ফাইল ছবি: এএফপি

কিলিয়ান এমবাপ্পের মতো তিনিও ফ্রান্সের স্ট্রাইকার। কয়েক বছর আগেও মাঠ মাতিয়েছেন। এমবাপ্পের মতো তাঁকেও এককালে বিশ্বের অন্যতম প্রতিভাধর খেলোয়াড় মনে করা হতো। এমবাপ্পের মতো তিনিও ক্যারিয়ারের শুরুর দিকে খেলেছেন পিএসজিতে।

এমবাপ্পের সঙ্গে মিলটা এখানেই শেষ হয়ে যাক, সেটা চাইছেন না নিকোলাস আনেলকা। আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও জুভেন্টাসের সাবেক এ স্ট্রাইকার তাঁর উত্তরসূরিকে আহ্বান জানিয়েছেন, ফ্রান্স ছেড়ে আরও কঠিন লিগে খেলে নিজেকে পোক্ত করার জন্য, তা না হলে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া হবে না যে!

এমনটাই মনে করছেন আনেলকা। তাঁর মতে, ব্যালন ডি’অর জিততে চাইলে পিএসজি ছাড়তে হবে এমবাপ্পেকে। খেলতে হবে আরও কঠিন লিগে, ‘আপনি যদি খেলোয়াড় হিসেবে সেরা পুরস্কারগুলো জিততে চান, তাহলে আপনাকে কোনো না কোনো সময় পিএসজি ছাড়তেই হবে।’

বড় লিগে খেলে নিজেকে প্রমাণ করতে না পারলে কখনোই নিন্দুকদের মুখ বন্ধ করা যাবে না বলে মনে করছেন আনেলকা, ‘প্যারিসে যা করা যায়, সব ভালো। কিন্তু তারপরও কেউ না কেউ থাকবেই, যে এসে বলবে, “হ্যাঁ, তুমি ভালো খেলেছ ঠিকই, কিন্তু ওটা তো ফরাসি লিগ। আর সেরা লিগের খেলাগুলো ইংল্যান্ড আর স্পেনে হয়ে থাকে। অর্থাৎ তুমি সেরা লিগে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছ না।”’

তাই বলে ফরাসি লিগে খেলা যে সহজ, সেটাও মানতে রাজি নন আনেলকা, ‘ফরাসি লিগ সহজ কোনো লিগ নয়, আমাকে ভুল বুঝবেন না। তবু দিনশেষে মানুষ বাইরের লিগে খেলে কী করেছেন, সেটাই দেখতে চাইবে। আমার মনে হয়, সেরা লিগ ইংল্যান্ডে। এখন আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি ব্যালন ডি’অর জিততে চান, অবশ্যই আপনাকে ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির পথ ধরে অন্য লিগে খেলতে যেতে হবে। প্রতি সপ্তাহে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে।’

দেখা যাক, আনেলকার কথা এমবাপ্পের কানে যায় কি না!