ব্রাজিল–স্পেনের অপরাজিত থাকার রেকর্ডে ভাগ ইতালির
১৯৯৩ থেকে ১৯৯৬; ব্রাজিল। ২০০৭ থেকে ২০০৯; স্পেন। ২০১৮ থেকে বর্তমান; ইতালি।
তিনটি দলের আলাদা আলাদা গৌরবের সময়। কার্লোস আলবার্তো ব্রাজিলের কোচ থাকতে রোমারিও-বেবেতোদের নিয়ে অপরাজিত থাকার পথটা খুঁজে দিয়েছিলেন।
মারিও জাগালো তাঁর স্থলাভিষিক্ত হয়ে অপরাজিত থাকার ধারা টিকিয়ে রেখেছিলেন প্রায় দুই বছর। স্পেনের ক্ষেত্রেও তা–ই—অপরাজিত থাকার অভ্যাসটা গড়ে দেন স্পেনের কিংবদন্তি কোচ লুইস আরাগোনাস।
জাভি-ইনিয়েস্তাদের নিয়ে সে সময় ‘টিকিটাকা’য় দুনিয়া মাত করেছিল স্পেন। আরাগোনাসের পর স্পেনের হার না মানার অভ্যাসটা ধরে রেখেছিলেন তাঁর জায়গায় কোচের দায়িত্ব নেওয়া ভিসেন্তে দেল বস্ক।
রবার্তো মানচিনি ইতালির কোচের দায়িত্ব নেন ২০১৮ সালে। তাঁর হাত ধরেই পুনর্জাগরণ ঘটেছে ইতালির খেলায়, চিরায়ত রক্ষণাত্মক খেলা থেকে বেরিয়ে ইতালি এখন মাঠে সুন্দর ও আক্রমণাত্মক খেলে।
শুধু খেলে বললে ভুল হয়, গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এই তিন বছরে ইতালিকে কেউ হারাতে পারেনি। কাল ফ্লোরেন্সে ২০২২ বিশ্বকাপ ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি।
ম্যাচের ফলে মানচিনি হয়তো সন্তুষ্ট হতে পারেননি, কিন্তু অপরাজিত থাকার ধারা বজায় রেখে স্পেন ও ব্রাজিলের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছে ইতালি। হ্যাঁ ঠিকই ধরেছেন, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি সবার আগে গড়েছিল ব্রাজিল (১৯৯৩-১৯৯৬), এরপর তাদের সেই রেকর্ডে ভাগ বসায় স্পেন (২০০৭-০৯) আর কাল তাতে তৃতীয় দল হিসেবে ভাগ বসাল মানচিনির ইতালি।
রেকর্ডটি সামনে ইতালির একার দখলে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।
ইউরো জয়ের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিল ইতালি। ১৬ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতির পাঁচ মিনিট আগে আতানাস ইলিয়েভের গোলে সমতায় ফেরে বুলগেরিয়া।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ৪ ম্যাচ খেলে এই প্রথম গোল হজম করল ইতালি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে মানচিনির দল। মোট ২৭টি শট নিয়েও বুলগেরিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি বের করতে পারেনি ইতালি। অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি ম্যাচ শেষে বলেন, ‘আমরা জয়ের সুযোগ পেয়েছি। কিন্তু সুযোগগুলো নষ্ট করেছি।’
বিশ্বকাপ বাছাইপর্বে অন্যান্য ম্যাচে লিখটেনস্টেইনকে ২-০ গোলে হারায় জার্মানি। হান্সি ফ্লিক এ ম্যাচ দিয়েই জার্মানির কোচ হিসেবে যাত্রা শুরু করলেন।
লিখটেনস্টেইনের জালে আরও গোল করতে পারত জার্মানি। মোট ২৯টি শট নিয়েছে ফ্লিকের দল। জার্মানির হয়ে গোল করেন টিমো ভের্নার ও লেরয় সানে। অন্য ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেন রোমেলু লুকাকু। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারায় ইউরোয় রানার্সআপ ইংল্যান্ড।