মহাগুরুত্বপূর্ণ শেষ লিগ ম্যাচের আগে সুসংবাদ পেলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি

কী এক যন্ত্রণাতেই না পড়েছেন ক্লপ-গার্দিওলা!

খুব বেশি নয়, মাত্র এক দশক আগেও মোটামুটি ৯০ পয়েন্ট যোগাড় করতে পারলেই লিগ জয় নিশ্চিত, এমনটা মনে করা হতো। সে দিন আর নেই। লিভারপুলের ক্লপ আর ম্যানচেস্টার সিটির গার্দিওলা যেভাবে একে অন্যের জীবন 'কঠিন' বানিয়ে দিচ্ছেন, তাতে ৯০ পয়েন্ট পেলেও যে লিগ জেতা যাবে, শেষ লিগ ম্যাচ না হওয়া পর্যন্ত সেটা নিশ্চিতভাবে বলা যায় না।

ক্লপ আর গার্দিওলা, দ্বৈরথটা মেসি-রোনালদোর দ্বৈরথের চেয়ে কম কী!
ছবি : টুইটার

এবারও সেটাই হচ্ছে। ৩৭ ম্যাচ শেষে ৯০ পয়েন্ট নিয়ে সবার ওপরে গার্দিওলার সিটি, এক পয়েন্ট কম নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্লপের লিভারপুল। শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে যদি সিটির পা হড়কায়, আর লিভারপুল যদি নিজেদের ম্যাচে উলভসকে হারিয়ে দেয়, তাহলে আর শীর্ষে থাকা হবে না সিটির। শিরোপা যাবে লিভারপুলের ঘরে।

প্রতিটা মুহূর্তই কাটছে তাই স্নায়ুক্ষয়ী উত্তেজনায়। আগামী রোববার রাত নটায় শুরু হতে যাওয়া দুটি ম্যাচের ফলাফল আসার আগে তাই কোনোভাবেই বলা যাচ্ছে না, এবার কে জিতবে লিগ শিরোপা।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহ ধরেই গার্দিওলার চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন দলের ডিফেন্ডাররা। একে একে চোটে পড়েছিলেন জন স্টোনস, রুবেন দিয়াস, নাথান আকে, কাইল ওয়াকারের মতো ডিফেন্ডাররা।

গত কয়েক ম্যাচে তো দলের ৩৭ বছর বয়সী মিডফিল্ডার ফার্নান্দিনিওকেই খেলতে হয়েছিল সেন্টারব্যাক হিসেবে। মহাগুরুত্বপূর্ণ শেষ লিগ ম্যাচের আগে সে ভয়ে থাকতে হচ্ছে না আর গার্দিওলাকে। আসল সময়ে ওয়াকার ও স্টোনস দুজনই ফিট হয়ে গিয়েছেন, দলের সঙ্গে অনুশীলনও করেছেন। যদিও দিয়াস এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চোটে পড়েছিলেন স্টোনস। আগের রাউন্ডের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চোটে পড়েছিলেন ওয়াকার।

অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ লিগ ম্যাচের আগে এর চেয়ে বড় সুসংবাদ হয়তো পেতে পারতেন না গার্দিওলা!