মালদ্বীপে সাবিনার ১০ গোল
মালদ্বীপের উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। কাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্রেড ক্লাবকে ২২-২ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনার ক্লাব দিভেহি সিফাইং ক্লাব। এই ম্যাচে সাবিনা একাই করেছেন ১০ গোল। বাংলাদেশ থেকে খেলতে যাওয়া সাবিনার আরেক সতীর্থ মাতসুশিমা সুমাইয়া করেছেন হ্যাটট্রিক। এর আগে প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের ‘গোলমেশিন’ সাবিনা।
চতুর্থবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে মালে গেছেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।
সাবিনার সঙ্গে প্রতিটি ম্যাচে একাদশে জায়গা করে নেন সুমাইয়াও। প্রথম ম্যাচে অবশ্য সুমাইয়া কোনো গোল করতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে বেশ ছন্দে খেলেছেন।
সাবিনা-সুমাইয়ার সামনে বলতে গেলে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ ট্রেড ক্লাব। একপর্যায়ে গোল হওয়ার পর জাল থেকে বল কুড়ানোও বন্ধ করে দেন ট্রেড ক্লাবের খেলোয়াড়েরা। বেশির ভাগ সময় সাবিনাদের বল কুড়িয়ে আনতে দেখা গেছে। সাবিনাদের পরের ম্যাচ মালদ্বীপ পুলিশ ক্লাবের বিপক্ষে ২৭ নভেম্বর।
সাবিনা ২০১৬ সালে মালদ্বীপের দিভেহি সিফাইং ক্লাবের হয়ে একবার খেলেছিলেন। সেবার টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে করেছিলেন ৩১ গোল। ওই বছর তাঁর ক্লাব রানার্সআপ হয়েছিল। কিন্তু সাবিনা জিতেছিলেন গোল্ডেন বুট।