মেন্দি, মেন্দি না মেন্দি—কে জিতবেন এবারের চ্যাম্পিয়নস লিগ?

রিয়াল মাদ্রিদের ফারলাঁ মেন্দি, চেলসির এদুয়ার্দ মেন্দি ও ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্দি।ছবি: টুইটার

নেইমারের পিএসজিই ছিল শুধু ‘অড টিম আউট!’

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যে চার দল উঠেছে, তার মধ্যে শুধু পিএসজিতেই কোনো ‘মেন্দি’ পদবির কেউ ছিলেন না। এর বাইরে ম্যানচেস্টার সিটিতে আছেন লেফট ব্যাক বেঞ্জামিন মেন্দি, চেলসিতে গোলকিপার এদুয়ার্দ মেন্দি আর রিয়াল মাদ্রিদে ‘মেন্দি’ সমাজের প্রতিনিধি হয়ে আছেন লেফট ব্যাক ফারলাঁ মেন্দি।

মেন্দি না থাকার খেসারতে না হোক, ম্যানচেস্টার সিটির কাছে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হেরে বাদ পড়েছে পিএসজি। ম্যান সিটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মানে বেঞ্জামিন মেন্দির তাই চ্যাম্পিয়নস লিগে বিজয়ী বা রানার্সআপের পদক পাওয়া নিশ্চিত। তিন মেন্দির মধ্যে অবশ্য তিনিই নিজ দলে সবচেয়ে অনিয়মিত।

আজ রাতে চেলসির মাঠে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগের পর নিশ্চিত হবে, ফাইনালে যাওয়া আরেক মেন্দি কে হবেন। শেষ পর্যন্ত ফাইনালে কোন মেন্দির দল জিতবে, কোন মেন্দি ছবি তুলবেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে নিয়ে?