মেসি-নেইমার-রোনালদোদের ভাগ্য নির্ধারণ কোথায়, কখন, কী হতে পারে

নেইমার, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একসঙ্গেফাইল ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হবে, জানা যাবে আজ। বার্সেলোনা এরই মধ্যে গ্রুপ পর্বে বাদ পড়েছে। মেসি, নেইমার, এমবাপ্পের পিএসজি গ্রুপে দ্বিতীয় হয়ে উঠেছে শেষ ষোলোতে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড, গ্রুপ পর্বে ছয় ম্যাচের ছয়টিই জেতা তিন ক্লাব লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও আয়াক্স, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি গ্রুপসেরা হয়ে উঠেছে শেষ ষোলোতে।


সেখানে কে কার মুখোমুখি হবে? জল্পনা-কল্পনার শেষ নেই। মেসি-নেইমাররা পড়তে পারেন রোনালদোদের সামনে, এমবাপ্পে পড়তে পারেন তাঁর সম্ভাব্য ভবিষ্যৎ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে...কত সম্ভাবনা! এ নিয়ে সম্ভাবনার হিসেবে কী হতে পারে, সে হিসেবও হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে কে কার সামনে পড়বে, সেটি জানা যাবে আজ শেষ ষোলোর ড্র-তে।

এই দলগুলোই উঠেছে পরের রাউন্ডে
ছবি : টুইটার

বার্সেলোনার ভক্তরাও আজ নিজেদের ক্লাবের ভাগ্য জানতে পারবেন। চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপা লিগের ড্র-ও হবে আজ।


কীভাবে-কখন হবে চ্যাম্পিয়নস লিগের ড্র, দেখে নিন এ সংক্রান্ত সকল তথ্য!


কখন
বাংলাদেশ সময় বিকেল পাঁচটা


কোথায় হবে
সুইজারল্যান্ডের নিয়ন শহরে


কীভাবে দেখা যাবে
উয়েফা নিজেদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি। এই লিঙ্কে গেলে সরাসরি ড্র অনুষ্ঠান দেখা যাবে

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোন কোন দল শেষ ষোলোতে উঠেছে
আয়াক্স আমস্টারডাম
বায়ার্ন মিউনিখ
জুভেন্টাস
লিভারপুল
লিল
ম্যানচস্টার সিটি
ম্যানচেস্টার ইউনাইটেড
রিয়াল মাদ্রিদ


গ্রুপ রানার্সআপ হয়ে কোন কোন দল উঠেছে
আতলেতিকো মাদ্রিদ
বেনফিকা
চেলসি
ইন্টার মিলান
পিএসজি
রেড বুল সালজবুর্গ
স্পোর্তিং লিসবন
ভিয়ারিয়াল

ড্র এর মূল নিয়ম
- এক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন অন্য গ্রুপের যে কোনো এক রানার আপের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে লড়বে।


- তবে একই দেশের দুই ক্লাব মুখোমুখি হবে না।


- গ্রুপ পর্বে একই গ্রুপে খেলেছে, এমন চ্যাম্পিয়ন ও রানার্সআপও একে অন্যের মুখোমুখি হবে না।

- এবার অ্যাওয়ে গোলের নিয়ম থাকছে না। দুই লেগ মিলিয়ে দুই দলের গোলসংখ্যা সমান হলে কে পরের মাঠে বেশি গোল দিলো সে হিসেব না করে সরাসরি অতিরিক্ত সময়ের খেলা শুরু হবে। সেখানেও সমাধান না হলে পেনাল্টি শুট আউট

এই ট্রফির জন্যই এত কিছু!
ছবি: টুইটার

নিয়মানুযায়ী কার সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে


আয়াক্স আমস্টারডাম

স্পোর্তিং লিসবন বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


বায়ার্ন মিউনিখ

বেনফিকা বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


জুভেন্টাস

ইন্টার মিলান ও চেলসি বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ ও চেলসি বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


লিল

পিএসজি ও রেড বুল সালজবুর্গ বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


ম্যানচস্টার সিটি

চেলসি ও পিএসজি বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


ম্যানচেস্টার ইউনাইটেড

চেলসি ও ভিয়ারিয়াল বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব


রিয়াল মাদ্রিদ

আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও ইন্টার মিলান বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব

বার্সেলোনার ভক্তরাও আজ নিজেদের ক্লাবের ভাগ্য জানতে পারবেন। চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপা লিগের ড্র-ও হবে আজ
ছবি: টুইটার

আতলেতিকো মাদ্রিদ

লিভারপুল ও রিয়াল মাদ্রিদ বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


বেনফিকা

বায়ার্ন মিউনিখ বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


চেলসি

লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


ইন্টার মিলান

জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


পিএসজি

লিল ও ম্যানচেস্টার সিটি বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


রেড বুল সালজবুর্গ

লিল বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


স্পোর্তিং লিসবন

আয়াক্স আমস্টারডাম বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব


ভিয়ারিয়াল

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব