মেসের বিপক্ষে নেই মেসি

লিওঁ–র বিপক্ষে মাঠ থেকে বেরিয়ে আসার সময় পচেত্তিনোর সঙ্গে মেসিছবি: এএফপি

লিওঁর বিপক্ষে পিএসজির সর্বশেষ ম্যাচে লিওনেল মেসি পুরো সময় খেলতে পারেননি। ১–১ গোলে সমতায় থাকতে নির্ধারিত সময় শেষের ১৫ মিনিট আগে মেসিকে তুলে নেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।

তখন ভাবা হয়েছিল, সম্ভবত চোটে ভুগছেন মেসি। সে ধারণাই সত্যি হলো। হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টাইন তারকা। বুধবার লিগ আঁতে মেসের বিপক্ষে পিএসজির ম্যাচ তিনি খেলতে পারবেন না।

মেসির হাঁটুতে আজ এমআরআই করে তাঁর চোটের বিষয়ে নিশ্চিত হয় পিএসজি। ক্লাবের বিবৃতিতে বলা হয়, হাড়ে আঘাত পেয়েছেন তিনি।

পিএসজির হয়ে এখনো গোল পাননি মেসি
ছবি: এএফপি

লিওঁর বিপক্ষে পিএসজির ২–১ গোলে জয়ের ম্যাচে মাঠে থাকতেই হাত দিয়ে হাঁটুতে মালিশ করেছিলেন মেসি। তাঁকে তুলে নিতে দেরি করেননি পচেত্তিনো। মেসির প্রতিক্রিয়া দেখে অবশ্য মনে হয়নি, কোচের এ সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট।

ম্যাচ শেষে হাঁটুর চোট নিয়ে কিছু না বললেও আজ বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ।

পচেত্তিনো জানান, হাঁটুতে চোটের কারণেই শেষ ম্যাচে মেসিকে তিনি মাঠ থেকে তুলে নেন, ‘টাচলাইন থেকে খেলোয়াড়দের দেখা যায়। আমরা দেখছিলাম, মেসি বারবার হাঁটু দেখছে। তার খেলায় আমরা খুশি। সবকিছুই ঠিক ছিল, শুধু গোলটাই পায়নি। ৭৬ মিনিট খেলার পর তার বিষয়ে নিশ্চিত হয়ে আমরা মাঠ থেকে তুলে নিই। এটা আমার জন্য বিস্ময়কর কিছু নয়। কারণ, খেলোয়াড়দের ভালো থাকাটাই আমার কাছে মুখ্য।’

যোগ করা সময়ে মাউরো ইকার্দির গোলে শেষ পর্যন্ত ম্যাচটা জেতে পিএসজি। মেসির চোট প্রসঙ্গে পিএসজির ওয়েবসাইটে বলা হয়, ‘লিওঁর বিপক্ষে বাঁ হাঁটুতে আঘাত পান মেসি। মঙ্গলবার সকালে এমআরআই করানোর পর হাড়ে চোট ধরা পড়ে। ৪৮ ঘণ্টা পর তাকে আবার পরীক্ষা করা হবে।’