‘ম্যাচটা এখন বাংলাদেশ-ভারত’
ফুটবল বা ক্রিকেটে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হওয়া মানেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে দুই দেশে। এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভারতের এটিকে মোহনবাগানের ম্যাচ নিয়েও পাওয়া যাচ্ছে সেই আমেজ। উৎসাহী সমর্থকেরা বসুন্ধরা-মোহনবাগান ম্যাচের গায়ে লাগিয়ে দিয়েছেন ‘বাংলাদেশ বনাম ভারত’ ট্যাগ। বিষয়টি আর সমর্থকে আটকে নেই। বাংলাদেশ-ভারত প্রসঙ্গটি উঠে এসেছে বসুন্ধরা অধিনায়ক তপু বর্মণের কথাতেও।
এখন পর্যন্ত এএফসি কাপে অপরাজেয় বসুন্ধরা। গ্রুপ পর্ব পেরিয়ে আন্ত–আঞ্চলিক সেমিফাইনালের টিকিট পেতে হলে মোহনবাগানের বিপক্ষে জিততেই হবে তাদের। ম্যাচটি ড্র হলেও পরবর্তী রাউন্ডের টিকিট পাবে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। বাংলাদেশের ফুটবলে সব শিরোপা জেতা বসুন্ধরার লক্ষ্যই এখন ম্যাচটি জিতে এশিয়ান মঞ্চে নিজেদের পতাকা ওড়ানো। মালে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।
বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৮ আর ভারত ১০৫। স্বাভাবিকভাবে খাতা–কলমে ভারতের চেয়ে অনেক পিছিয়ে থেকে মাঠে নামতে হয় বাংলাদেশকে। জাতীয় দলের হিসাবটা যেমনই হোক, ক্লাব ফুটবলের লড়াইয়ে মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা তেমন পিছিয়ে নেই বলেই মনে করেন সবাই। গ্রুপ পর্বে বসুন্ধরার এক জয় ও এক ড্রয়ের বিপরীতে মোহনবাগানের দুই জয়। বসুন্ধরার সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জায়গা, একমাত্র দল হিসেবে তারা কোনো গোল হজম করেনি। গোলকিপার আনিসুর রহমান ছাড়াও এ জন্য বড় কৃতিত্ব দিতে হবে তপু বর্মণ, খালিদ সাফিহ, বিশ্বনাথ ঘোষ ও তারিক রায়হানদের নিয়ে গড়া রক্ষণভাগকে।
মোহনবাগানের বিপক্ষেও ভালো কিছুর আশা দেখছেন অধিনায়ক ও সেন্টারব্যাক তপু। ম্যাচ পর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের অনেক অভিজ্ঞ ও ভালো খেলোয়াড় আছে। ম্যাচটি নিয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা লিগের চ্যাম্পিয়ন দল। মোহনবাগান আইএসএলের রানার্সআপ দল। আমরা যদি পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে পারি, আমাদের জন্য ভালো কিছু হবে।’
বসুন্ধরায় জাতীয় দলের খেলোয়াড়দের ছড়াছড়ি। মোহনবাগানেও আছেন ভারতীয় জাতীয় দলের আমরিন্দার সিং, প্রিতম কোটাল, সুভাশিষ বোশসহ আরও কয়েক খেলোয়াড়।
ম্যাচে তাই চলে আসছে দেশের আমেজ। তপু বলেন, ‘এটা বড় ম্যাচ। এই ম্যাচই নির্ধারিত করবে কে পরবর্তী রাউন্ডে যাবে। এটা এখন বাংলাদেশ-ভারত ম্যাচ হয়ে গিয়েছে। মোহনবাগান অনেক পুরোনো দল। বসুন্ধরা তিন-চার বছর ধরে খেলছে। কিন্তু আমাদের সাফল্য অনেক। আমাদের দলে অনেক অভিজ্ঞ ও জাতীয় দলের খেলোয়াড় আছে।’
সর্বশেষ ম্যাচে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ৩-১ গোলে হারানোর আগে স্বদেশি বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। সে ম্যাচে বর্তমান আইএসএল রানার্সআপদের দুটি গোলই ছিল সেট পিস থেকে। সে ব্যাপারে সতর্ক আছে বসুন্ধরা। তপুর কথায় তা স্পষ্ট, ‘মোহনবাগান সেট পিসে খুবই শক্তিশালী। তাই ডি বক্সের আশেপাশে আমাদের অহেতুক ফাউল করতে নিষেধ করেছেন কোচ। আমাদের রক্ষণভাগের মাথাতেও বিষয়টি আছে।’