ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ককে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারছবি: রয়টার্স

হ্যারি ম্যাগুয়ার ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। কিন্তু তাঁকে এ দায়িত্ব থেকে সরিয়ে দিতে অনলাইনে পিটিশন শুরু করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এক সমর্থক। শুধু তা-ই নয়, ম্যাগুয়ারের পরিবার যে বাসায় থাকেন, সে বাসায় বোমা পেতে রাখার হুমকিও দেওয়া হয়েছে। সত্যিই বাজে সময় কাটছে ইউনাইটেড ডিফেন্ডারের।

সেটি মাঠেও। ২০১৯ সালে ডিফেন্ডারদের জন্য রেকর্ড ৮ কোটি ডলারে ইউনাইটেডে আসেন ম্যাগুয়ার। এর পর থেকেই পারফরম্যান্সের কারণে বিভিন্নভাবে সমালোচনার শিকার হচ্ছেন ২৯ বছর বয়সী এই সেন্টারব্যাক।

যদিও ইউনাইটেডে আসার ছয় মাসের মাথায়ই তাঁকে অধিনায়ক বানান উলে গুনার সুলশার। গত ইউরোয় ‘টুর্নামেন্ট সেরা দলে’ জায়গা পাওয়া এই ডিফেন্ডার চলতি মৌসুমে রক্ষণভাগে বড় ভুল করছেন।

খেলোয়াড় মার্কিং, পজিশনাল সেন্স ও ট্যাকলের ক্ষেত্রে প্রায় সময়ই ভুল করে নিন্দা কুড়াচ্ছেন ম্যাগুয়ার। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচেও চোখে লাগার মতো ভুল করেছেন। এরপরই মেইলে কে বা কারা তাঁর বাসায় বোমা পেতে রাখার হুমকি দেয়।

চেশায়ার পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বুধবার, উইলমস্লো অঞ্চলের বাড়িতে বোমা পেতে রাখার হুমকিতে চেশায়ার পুলিশকে ডাকা হয়। বাসা থেকে কাউকে বের করা হয়নি। সতর্কতা হিসেবে পুলিশের বোমা নিষ্ক্রিয় করা একটি কুকুর দিয়ে বৃহস্পতিবার বাসার বাগান ও চারপাশ তল্লাশি করা হয়।’

হ্যারি ম্যাগুয়ার এবং তাঁর বাগদত্তা ফার্ন হকিংস
ছবি: ইনস্টাগ্রাম

ম্যাগুয়ারের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নিজের পারিবারিক বাসায় মারাত্মক হুমকি পেয়েছেন ম্যাগুয়ার। পুলিশকে তিনি এ ঘটনা জানিয়েছেন। পরিবার ও আশপাশের সবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হ্যারি ম্যাগুয়ার। তবে তিনি সামনের ম্যাচের প্রস্তুতি নেবেন এবং আমরা এ নিয়ে আর কিছু বলতে চাই না।’

ম্যাগুয়ারের ৪০ লাখ পাউন্ডের বাড়িতে বসবাস করেন তাঁর বাগ্‌দত্তা ফার্ন হকিংস ও দুই কন্যাসন্তান। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’ জানিয়েছে, মেইলে পুলিশকে জানানো হয়, ম্যাগুয়ারের বাসায় বোমা পেতে রাখা হয়েছে। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে অবশ্য বোমা পায়নি। হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনাইটেডের কোনো সমর্থক এই হুমকি দিয়েছেন। ‘সান’কে ম্যাগুয়ারের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, ‘এমন হুমকি দিয়ে ম্যাগুয়ারকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের করা যাবে না। পরিবারের সবার নিরাপত্তাকেই সে সবার আগে প্রাধান্য দিচ্ছে। তবে কাপুরুষ কোনো সমর্থকের এমন আচরণ মোকাবিলার মতো মানসিক শক্তিও আছে তার।’

ইউনাইটেড ডিফেন্ডারের বাসায় বোমা পেতে রাখার হুমকির নিন্দা জানিয়েছেন জার্মানির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল। তুর্কি ক্লাব ফেনারবাচের এই তারকার টুইট, ‘হ্যারি ম্যাগুয়ার সম্পর্কে খবরটি পড়লাম...এটা পাগলামো। কোনো খেলোয়াড় ও তার পরিবারকে হুমকি দেওয়ার মতো পর্যায়ে যেতে পারে না ফুটবল। আমি স্তম্ভিত। ফুটবল মাঝেমধ্যে মানুষের ভেতরকার সবচেয়ে বাজে দিকও বের করে আনে। আশা করি, দোষীরা শাস্তি পাবে।’

এদিকে অনলাইনে পিটিশন সাইট চেঞ্জ ডটকম ওআরজিতে সেই সমর্থক ম্যাগুয়ারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলে লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা, আমরা ৮ কোটি ডলারের ফ্লপ অধিনায়ককে দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েছি...ক্লাব তো সমর্থকদের জন্য, এখন সমর্থকেরাই তো বলছে! হ্যারি ম্যাগুয়ারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া আমাদের এগিয়ে যাওয়ায় সঠিক ধাপ হতে পারে। সম্ভব হলে তাকে বেচে দেওয়া হোক। অনেক হয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সমর্থকদের কথা শুনুন, ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও সেরাদের কাতারে তুলে আনুন। পিটিশনে সই করুন।’