রোনালদোদের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় বড় ধাক্কা

হারের হতাশায় বিমর্ষ রোনালদোছবি: এএফপি

এভারটন ১: ০ ম্যানচেষ্টার ইউনাইটেড

ক্রিস্টিয়ানো রোনালদো পুরোটা সময়ই খেললেন, কিন্তু ঠিক রোনালদো হয়ে উঠতে পারলেন না। জেডন সানচো, ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ডরাও নিজেদের ছায়া হয়ে রইলেন। গুডিসন পার্কে বরং এভারটনই কিছুটা দাপট দেখাল, প্রথমার্ধেই গোলও পেয়ে গেল।

সেই গোলের শেষ পর্যন্ত লিড ধরে রেখে মাঠ ছেড়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। ১-০ গোলে হেরে পয়েন্ট তালিকায় সাত নম্বরে নেমে গেছে ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে রোনালদোদের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় লেগেছে বড় ধাক্কা।

ম্যাচে ইউনাইটেড বলের দখল রেখেছে ৬৮ শতাংশ। গোল লক্ষ্য করে শট নিয়েছে ১২টি, যার ৪টি ছিল লক্ষ্যে। কিন্তু সেভাবে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।

প্রথমার্ধে এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ডের পরীক্ষা মাত্র দুবারই নিতে পেরেছে ইউনাইটেড। রাশফোর্ডের নেওয়া দুটি পরীক্ষায়ই পূর্ণ নম্বর পেয়ে পিকফোর্ড পাস করায় গোল পাওয়া হয়নি তাদের।

রোনালদোর এই শট রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড
ছবি: এএফপি

প্রথমার্ধের ২৭ মিনিটে এভারটনের গর্ডনের নেওয়া পরীক্ষায় পাস করতে পারেনি ইউনাইটেডের রক্ষণ। গর্ডনের ২০ গজ দূর থেকে নেওয়া শট হ্যারি ম্যাগুয়ারের মাথার ওপর দিয়ে ভেসে ইউনাইটেডের গোলকিপার দাভিদ দে হেয়াকে ফাঁকি দিয়ে চলে যায় জালে। শেষ পর্যন্ত গর্ডনের ওই গোলই ম্যাচের ফল নির্ধারক হয়েছে।

ম্যাচের শেষ দিকে রোনালদো আরেকবার পিকফোর্ডের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায়ও জয় হেয়েছে পিকফোর্ডেরই। ফলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে।

এই হারের পর ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা টটেনহামের পয়েন্ট ৩০ ম্যাচে ৫৪।

২৯ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট ৩১ ম্যাচে ৫১।

৩০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ওপরে আছে এভারটন। ১৭তম স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে বার্নলি আছে ১৮তম স্থানে। অবনমন অঞ্চলের অন্য দুই দল ওয়াটফোর্ড ও নরউইচ।

সাউদাম্পটনের মাঠে ৬–০ গোলের বড় জয় পেয়েছে চেলসি। জোড়া গোল করেন টিমো ভের্নার ও ম্যাসন মাউন্ট। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ২–১ গোলে হেরেছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার মাঠে ৪–০ গোলের বড় জয় পেয়েছেন টটেনহাম। হ্যাটট্রিক করেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং–মিন।