রোনালদোর পর রামোসও চলে যাচ্ছেন রিয়াল থেকে?
২০১৮ সালে সেই ভুলের মাশুল এখনো দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
এ শতাব্দীতে ক্লাবের সেরা খেলোয়াড়টিকে তারা ছেড়ে দিয়েছে জুভেন্টাসের কাছে। দলবদলের অঙ্কে ১০ কোটি ইউরোর কিছু বেশি হয়তো পেয়েছে। কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা টাকার অঙ্কে এখনো পুষিয়ে উঠতে পারেনি ক্লাব হিসেবে।
কিন্তু এখন মনে হচ্ছে, ভুল থেকে শিক্ষা নেওয়া হয়নি ক্লাবটির। গোলের পর গোল করে রিয়ালকে শিরোপা এনে দিয়ে যে অবদান রেখেছিলেন রোনালদো, মাঠের নেতৃত্বে এর চেয়েও বেশি অবদান রাখা সের্হিও রামোসকেও চলে যেতে দিচ্ছে তারা, সেটাও মুফতে!
লিওনেল মেসির চুক্তি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ক্লাব ছাড়তে চাওয়া অধিনায়ক জানুয়ারি থেকে চাইলেই অন্য যেকোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে যেতে পারবেন।
২০২১ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য এবং আলোচনাটা এত দিন মেসিকে ঘিরে হলেও এ কথা সত্যি মানতে হবে রিয়াল মাদ্রিদ অধিনায়কের ক্ষেত্রেও। এ বছরই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রামোসের।
চুক্তি নবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে রিয়াল মাদ্রিদ। এতে রাগ করে নাকি আগ্রহী ক্লাবগুলোর সঙ্গে কথা শুরুর কথা বলেছেন রামোস।
এ মৌসুমেই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রামোস, লুকাস ভাসকেজ ও লুকা মদরিচের। কোচ জিনেদিন জিদান পরিষ্কার জানিয়েছেন তাঁর ইচ্ছার কথা, তিনজনেরই চুক্তি নবায়ন করা উচিত খুব শিগগির।
এর আগে রোনালদোর ব্যাপারে জিদানের মতামতকে গুরুত্ব না দিয়ে পস্তাতে হয়েছে রিয়ালকে।
এবার সে ভুল করার কথা নয় ক্লাবটির।
কিন্তু করোনাকালে ক্লাবের আর্থিক দুর্দশার কথা বলে তিন খেলোয়াড়কে যে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে সেটা মানতে হয়তো কষ্ট হবে তাদের।
কোপ জানিয়েছে, মদরিচকে এক বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, বেতন বর্তমানের চেয়ে ১০ শতাংশ কমাতেও বলা হয়েছে। রিয়ালে ক্যারিয়ার শেষ করতে চাওয়া ৩৫ বছর বয়সী মদরিচ তাতে রাজি হয়েছেন।
ঝামেলাটা বেঁধেছে রামোস ও ভাসকেজের ক্ষেত্রে। দলের জন্য শেষ বিন্দু দিয়ে লড়তে জানেন বলে, জিদানের প্রিয় খেলোয়াড়দের একজন ভাসকেজ। তাঁকেও ১০ শতাংশ বেতন কমিয়ে তিন বছরের চুক্তি প্রস্তাব করা হয়েছে।
কিন্তু ৩০–এ পা রাখা ভাসকেজ গত বছরই কাতার থেকে প্রস্তাব পেয়েছিলেন। তাই বেতন কমিয়ে আরও তিন বছর থাকার প্রস্তাবে এখনো রাজি হননি। রিয়ালকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রামোসের চুক্তি।
কোপের মতে অধিনায়ককে এক বছরের জন্য বর্তমান বেতনে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করা যাবে, তবে বেতন ১০ শতাংশ কমে যাবে।
রোনালদো চলে যাওয়ার পর দলকে প্রায় একাই নেতৃত্ব দেওয়া রামোস এ চুক্তি মেনে নিতে পারছেন না। তাঁর ধারণা, ক্লাবকে এখনো যেভাবে সেবা দিচ্ছেন, তাতে আরেকটু ভালো চুক্তি তাঁর প্রাপ্য।
তাই রিয়ালকে জানিয়ে দিয়েছেন, ভালো প্রস্তাব যেহেতু দেওয়া হচ্ছে না, এখন অন্য কোনো ক্লাব প্রস্তাব দিলে ফিরিয়ে দেবেন না, তাদের প্রস্তাবও ভেবে দেখবেন। যেহেতু চুক্তির আর ছয় মাসও বাকি নেই, তাই রিয়ালও অন্য ক্লাবের প্রস্তাব দেওয়া আটকাতে পারবে না।
ওদিকে ওন্দা চেরো জানিয়েছে, রামোসকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে বছরে ১ কোটি ২০ ইউরো বেতন পান রামোস। অধিনায়ককে শর্ত সাপেক্ষে বোনাসসহ ১ কোটি ৫০ লাখ ইউরো বেতনের প্রস্তাবই দিয়েছে রিয়াল। কিন্তু রামোসের এ প্রস্তাব পছন্দ হচ্ছে না।
এমনিতেই দলবদলের গুঞ্জন সত্যি হলে ১ কোটি ইউরোর বেশি বেতনে ডেভিড আলাবাকে নেওয়ার চিন্তা করছে রিয়াল। এমন অবস্থায় তাঁর বেতন না বাড়িয়ে আলাবাকে নেওয়ার চেষ্টাও নাকি রামোসের সিদ্ধান্ত নেওয়ায় প্রভাব ফেলেছে।
রোনালদোকে ছেড়ে দেওয়ার ফলটা ভালোভাবেই টের পেয়েছে রিয়াল। রামোসকে ছেড়ে দেওয়ার ভুলটাও কি তারা করবে?