default-image

কথা ছিল, এ মৌসুমটা কোচ হিসেবেই থাকবেন রাংনিক। মৌসুম শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ালেও ২০২৪ সাল পর্যন্ত ইউনাইটেডের পরামর্শক হিসেবে এবং দলবদলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা নেবেন রাংনিক। এরিক টেন হাগের নিয়োগও তাঁর পরামর্শেই হয়েছে।

গত রাতে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডকে উদ্ধার করেছেন রোনালদো। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে খেলতে নেমেছিল ইউনাইটেড। লেফট উইংব্যাক মার্কোস আলোনসোর গোলে পিছিয়ে পড়লেও পরে রোনালদোর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ‘লাল শয়তান’রা।

default-image

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই রোনালদোর প্রসঙ্গ উঠেছিল, সেখানেই এই কথা বলেছেন রাংনিক।

ইউনাইটেডের সঙ্গে রোনালদোর আরও এক বছরের চুক্তি আছে, সে ব্যাপারটাও মাথায় রেখেছেন রাংনিক, ‘রোনালদো আগামী মৌসুমে থাকবে কি না, সেটা নিয়ে আমি, এরিক ও বোর্ডকর্তারা একসঙ্গে আলোচনায় বসব। এ নিয়ে আমাদের মধ্যে কথা বলতে হবে। ইউনাইটেডের সঙ্গে রোনালদোর চুক্তির আরও এক বছর বাকি আছে। রোনালদো নিজে কি চায়, এখানে থাকতে চায় কি না, সেটাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

default-image

নতুন কোচের মতামত না নিয়ে রোনালদোর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে রাজি হননি রাংনিক, ‘এরিকের সঙ্গে এখনো কথা বলার সুযোগ পাইনি। তাই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না আমার কাছে।’

রোনালদো থাকলেও ইউনাইটেড আগামী মৌসুমে আরও একজন স্ট্রাইকার দলে আনতে পারে বলে জানিয়েছেন রাংনিক, ‘আগামী মৌসুমে দুজন স্ট্রাইকার দলে আনার ব্যাপারে দলের মনোযোগ থাকবে আশা করি। শেষমেশ এটা এরিক আর ক্রিস্টিয়ানোর সিদ্ধান্ত যে পরবর্তী মৌসুমে কী হবে। কিন্তু আজকে রোনালদোর পারফরম্যান্স দুর্দান্ত ছিল। শুধু গোল করেছে বলেই নয়। ৩৭ বছর বয়সে ও সব মিলিয়ে যেমন খেলেছে, এটা স্বাভাবিক কিছু না।’

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন