১৫ মিনিটেই রাশিয়াকে ‘না’

রাশিয়াতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখা যাবে নাফাইল ছবি: এএফপি

ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়ার সঙ্গে সম্প্রচারস্বত্ব চুক্তি বাতিল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এতে রাশিয়ায় প্রিমিয়ার লিগের খেলা দেখা যাবে না।

তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কাল বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ দেখা যাবে না রাশিয়ায়।

বিবিসি জানিয়েছে, লন্ডনে প্রিমিয়ার লিগের ২০টি দল প্রায় চার ঘণ্টা বৈঠক করেছে। এর মধ্যে রাশিয়ায় খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। প্রিমিয়ার লিগ আরও জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ পাউন্ড দেওয়া হবে।

রাশিয়ায় প্রিমিয়ার লিগের ম্যাচ দেখানোর স্বত্ব দেশটির অন্যতম বড় ওয়েব পোর্টাল র‌্যাম্বলার গ্রুপের। তিন বছরের চুক্তির শেষ বছরে পৌঁছে গেছে গ্রুপটি। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) রাশিয়ার সঙ্গে সম্প্রচার চুক্তি বাতিল করেছে। অর্থাৎ এ মাসে এফএ কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ রাশিয়ায় দেখানো হবে না।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা শান্তি চাই। ক্ষতিগ্রস্তদের সঙ্গেই আছি আমরা। প্রিমিয়ার লিগ এবং ক্লাবগুলো রাশিয়ায় র‌্যাম্বলার গ্রুপের সঙ্গে সম্প্রচার চুক্তি বাতিলে সর্বসম্মতভাবে একমত হয়েছে। ইউক্রেনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যও এক মিলিয়ন পাউন্ড সাহায্য দেওয়া হবে।’

গত সপ্তাহে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মাঠে সংহতি প্রকাশ করে। ইউক্রেনের জাতীয় পতাকার রঙে বিশেষ আর্মব্যান্ড পরে মাঠে নামেন দলগুলোর অধিনায়কেরা। মাঠের বড় পর্দায়ও ভাসিয়ে তোলা হয় ‘ফুটবল ঐক্যবদ্ধ’ স্লোগান।