লিডসের মাঠে চেলসির ‘ভুলে ভরা গল্প’

এদুয়ার্দ মেন্দির ভুলের কারণেই প্রথম গোলটি খেয়েছে চেলসিছবি: এএফপি

এভারটনের মাঠে ১-০ গোলের জয় দিয়ে লিগ শুরু করে চেলসি। নিজেদের মাঠে পরের ম্যাচে টটেনহামের সঙ্গে ২-২ গোলে ড্র করে টমাস টুখেলের দল। এমন শুরুকে খুব ভালো না বললেও খারাপ বলা যায় না। তবে নতুন মৌসুমে চেলসির মোটামুটি শুরুটা কাল দুঃস্বপ্নে রূপ নিয়েছে। লিডস ইউনাইটেডের মাঠ থেকে যে হেরে এসেছে তারা ৩-০ গোলে।

গোলকিপার এদুয়ার্দ মেন্দির ভুলে ম্যাচের ৩৩ মিনিটে লিডসকে এগিয়ে দেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্রেন্ডেন অ্যারনসন। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এবারের লিগে স্প্যানিশ উইঙ্গারের এটি চতুর্থ গোল। ৬৯ মিনিটে জ্যাক হ্যারিসনের গোলে ব্যবধান ৩-০ করে লিডস।

৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে চেলসির ডিফেন্ডার কালিদু কুলিবালিকে
ছবি: এএফপি

চেলসির সন্ধ্যাটা আরও অন্ধকার হয়ে যায় ৮৪ মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এ মৌসুমেই নাপোলি থেকে চেলসিতে নাম লেখানো সেন্টার ব্যাক কালিদু কুলিবালিকে। এমন একটি ম্যাচের পর চেলসির কোচ টুখেল। ম্যাচ শেষে জার্মান কোচ যা বলেছেন, এর অর্থ দাঁড়ায় এ রকম—প্রিমিয়ার লিগে চেলসির কালকের সন্ধ্যাটি ভুলে ভরা গল্পে ঠাসা ছিল!

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল বলেছেন, ‘যত ভুল হওয়া সম্ভব ছিল, তার সব ভুলই হয়েছে।’ শুধু ম্যাচেই নয়, চেলসির ভুলে ভরা গল্প শুরু হয়েছে ম্যাচের আগে থেকেই। টুখেল সবাইকে মনে করিয়ে দিলেন তা, ‘এটা গতকাল (ম্যাচের আগের দিন) শুরু হয়েছে। আমাদের যাত্রার জন্য কোনো উড়োজাহজ ছিল না। (লিডসে) আমাদের বাসে করে আসতে হয়েছে।’

চেলসির কোচ টমাস টুখেল
ছবি: এএফপি

আগের দিনের ‘ভুল গল্প’ যে ম্যাচের দিনও অব্যাহত থেকেছে, টুখেল বললেন সেটাই, ‘আজও সেটা (ভুল গল্প) চলেছে। প্রথম ২০ মিনিটে আমরা অনেক সুযোগ পেয়েছি। গোল না পাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি। প্রথম গোলের পর আমরা দ্রুতই দ্বিতীয় গোল খেয়ে বসি। ম্যাচটি বলতে গেলে সেখানেই হেরে গেছি।’

লিডসের মাঠে চেলসিই ভালো খেলেছে বলে মনে করেন টুখেল। আর ভালো খেলেও ম্যাচ জিততে না পারায় নিজেদের দুর্ভাগাও মনে হচ্ছে চেলসির জার্মান কোচের, ‘সেট-পিস থেকে গোল আর আত্মঘাতী গোল (মেন্দির ভূল) খেলার ধরনের কারণে হয়েছে বলে মনে করি না আমি। এগুলো ভুল।’