রোনালদোর সঙ্গী হয়ে গ্রিজমান কি আল নাসরে যাচ্ছেন

আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমানছবি : টুইটার

দলবদলে সৌদি আরবের ক্লাবগুলোর ‘তারকা শিকার’ যেন থামছেই না। প্রতিনিয়ত এখানকার ক্লাবগুলোর সঙ্গে জড়িয়ে সামনে আসছে নতুন নতুন নাম করিম বেনজেমাএনগোলো কান্তের মতো দুই ফরাসি তারকা এরই মধ্যে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। বেনজেমা-কান্তে দুজনই যোগ দিয়েছেন প্রো-লিগের বর্তমান চ্যাম্পিয়নস আল ইত্তিহাদে। এবার আরও এক ফরাসি তারকার দিকে হাত বাড়িয়েছে সৌদি লিগ। এবার আল ইত্তিহাদ নয়, গ্রিজমানকে নিতে চাইছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

গ্রিজমানকে নিয়ে রোনালদোর ক্লাবের আগ্রহের কথা জানিয়েছেন সংবাদমাধ্যম ফুটমেরকাটোর সাংবাদিক সান্তো আউনা। টুইটে তিনি জানান, এই সপ্তাহে লন্ডনে আতোয়াঁন গ্রিজমানের প্রতিনিধির সঙ্গে দেখা করেছে আল নাসর কর্তৃপক্ষ। দুই পক্ষের এই সাক্ষাৎকারের লক্ষ্য ছিল ফরাসি তারকাকে দলে ভেড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করা।

আরও পড়ুন

বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদে গ্রিজমানের জন্য ২ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ দেওয়া আছে। তবে সেটা নিয়ে চিন্তিত নয় রিয়াদভিত্তিক ক্লাবটি। যে কারণে তারা এরই মধ্য দর–কষাকষিও শুরু করেছে।

আগামী মৌসুমে গ্রিজমানের মতো কাউকে না পাওয়া গেলে মাঠের খেলায় কিছুটা বিপাকে পড়তে পারে আতলেতিকো। তবে গ্রিজমানকে ছেড়ে দিলে বড় অঙ্কের বেতন দেওয়ার হাত থেকেও মুক্তি পাবে তারা। বর্তমানে ক্লাবটি আর্থিকভাবে কিছুটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় গ্রিজমানকে ছেড়ে দিলে স্কোয়াডকে নতুন করে গড়ে তোলার সুযোগও পাবে তারা।

আল নাসরে জুটি গড়তে পারেন রোনালদো ও গ্রিজমান
ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত আল নাসরের সঙ্গে এ চুক্তিটি সম্পন্ন হলে সেটা সৌদি ক্লাবের জন্য বড় ঘটনাই হবে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড সদ্য শেষ হওয়া মৌসুমে বেশ ছন্দে ছিলেন, নিজে ১৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৯টি। এ ছাড়া নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপেও মিডফিল্ডার হিসেবে দারুণ সফল ছিলেন।

আরও পড়ুন

আল নাসর অবশ্য গ্রিজমানের পাশাপাশি চেলসির মরোক্কান তারকা হাকিম জিয়েশকেও নিয়ে আসার পরিকল্পনা করেছে। চুক্তি প্রক্রিয়াও শেষের পথে বলে শোনা যাচ্ছে।