ছবিতে সাগরিকা-মুনকিদের ৯ গোলের আনন্দ

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় নিজেদের প্রথম ম্যাচেই দ্বীপদেশটিকে ৯–১ গোলে বিধ্বস্ত করেছেন সাগরিকা, মুনকিরা। ছবির গল্পে দেখুন বাংলাদেশের মেয়েদের দলের ৯ গোলের আনন্দ।
১ / ৭
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল। তা–ও আবার সরাসরি ফ্রি কিক থেকে। স্বপ্না রানী একটু বেশিই আনন্দিত (মাঝে, ৭ নম্বর জার্সি)
শামসুল হক
২ / ৭
‘যে রাঁধে, সে চুলও বাঁধে’—বহুল প্রচলিত বাংলা প্রবাদই মনে করিয়ে দিলেন মুনকি আক্তার। ছুটছেন বলের জন্য, উড়ছে তাঁর চুলের বেণি। ম্যাচে জোড়া গোল করেছেন মুনকি
শামসুল হক
৩ / ৭
বল চলে এল টাচলাইনে, পা দিয়েই শ্রীলঙ্কান থ্রোয়ারের কাছে পাঠালেন বাংলাদেশ কোচ পিটার বাটলার
প্রথম আলো
৪ / ৭
বাধা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা সিনহা জাহানের। ম্যাচে একটি গোলও করেছেন তিনি
বাফুফে
৫ / ৭
ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাংলাদেশ দলের নবম গোল এনে দেন বদলি নামা শান্তি মার্ডি (২০)। উদ্‌যাপনে সঙ্গী তৃষ্ণা রানী (৯
বাফুফে
৬ / ৭
‘ভি’ চিহ্নে হ্যাটট্রিক উদ্‌যাপন করছিলেন মোসাম্মৎ সাগরিকা (১০)। পাশে ‘থাম্বস আপে’ স্বীকৃতি পূজা দাসের। ম্যাচের ৫৮তম মিনিটে সাগরিকার হ্যাটট্রিকের গোলটি এসেছে পূজার অ্যাসিস্টেই
শামসুল হক
৭ / ৭
জয়ের আনন্দ...
শামসুল হক