বাংলাদেশের বিপক্ষে লাল কার্ড দেখার পর খেলোয়াড়দের তুলে নিতে চেয়েছিলেন আফগানিস্তান কোচ

বাংলাদেশের ডাগআউটের দিকে তেড়ে যাচ্ছেন আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরিছবি: শামসুল হক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের শুরুতেই উত্তেজনা। সেটি ডাগআউটে। মাঠে দুই দলের দুই খেলোয়াড়ের বল কাড়াকাড়ির ঘটনার জের ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগআউটে। মূলত ডাগআউটে দুই দলের কোচিং স্টাফের সদস্যদের মধ্যে কথার লড়াই শুরু হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে আফগানিস্তানের প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি বাংলাদেশের ডাগআউটের দিকে তেড়ে আসেন। বাংলাদেশের ডাগআউট থেকে তাঁর কথা জবাব দেন তপু বর্মণদের সহকারী কোচ হাসান আল মামুন।

রেফারি লাল কার্ড দেখাচ্ছেন আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরি
ছবি: প্রথম আলো

পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে উঠলে রেফারি আফাগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরিকে লাল কার্ড দেখান। আবার উত্তেজিত হয়ে পড়েন তিনি। ডাগআউট ছেড়ে যাওয়ার আগে মাঠ থেকে নিজের খেলোয়াড়দের ডেকে পাঠান আফগান কোচ। সেই সময় তাঁকে শান্ত করেন দলটির কোচিং স্টাফের অন্য সদস্যরা। পরে বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকেও লাল কার্ড দেখান রেফারি।

ঘটনাটা ম্যাচের ১৭ মিনিটে। বাংলাদেশের রক্ষণ থেকে আফগানিস্তানের অধিনায়ক ফারশাদ নূরের কাছ থেকে বল কেড়ে সামনের দিকে ঠেলেছিলেন বিশ্বনাথ ঘোষ। ফারশাদের কাছ থেকে বল কাড়লেও ট্যাকলটি খুব পরিষ্কার ছিল না। ডান প্রান্তে তিনি বল বাড়ান রাকিব হোসেনের দিকে। কিন্তু রাকিবকে ঠেকাতে গিয়েও ফাউল করেন আফগান ডিফেন্ডার।

ডাগআউটে আফগানিস্তান কোচের উত্তেজনা
ছবি: প্রথম আলো

এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। ডাগ আউটেও সেই উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের সহকারি কোচ হাসান আল মামুন আর আফগানিস্তানের কুয়েতি কোচের মধ্যে উত্তপ্ত বাক্যও বিনিময় হয়।