মার্তিনেজের ১০১তম গোলে ইতালিয়ান কাপ ইন্টারের

ইতালিয়ান কাপের শিরোপা হাতে লাওতারো মার্তিনেজছবি: রয়টার্স

লিগ জেতা হচ্ছে না এবার, তবু ‘ট্রেবল’ জয়ের আশা আছে ইন্টার মিলানের। গত জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে জিতেছে ইতালিয়ান সুপার কোপা। কাল রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপও জিতেছে ইন্টার। টানা দ্বিতীয় ইতালিয়ান কাপ জয়ের পর এখন তাদের সামনে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই ‘ট্রেবল’জেতা হবে ইন্টারের।

আরও পড়ুন

এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ইন্টারের শুরুটা ভালো হয়নি। ম্যাচের ৩ মিনিটেই নিকো গঞ্জালেসের গোলে এগিয়ে যায় ফিওরেন্তিনা। জোনাথন ইকোনের ক্রস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচে পরের দুটি গোলও এক আর্জেন্টাইনের—লাওতারো মার্তিনেজ। প্রথমার্ধেই জোড়া গোল করেছেন। শেষ পর্যন্ত মার্তিনেজের গোলেই ইতালিয়ান কাপে নিজেদের নবম শিরোপার দেখা পায় ইন্টার। আর মার্তিনেজ ইন্টারের হয়ে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলকও।

৯ম ইতালিয়ান কাপ জিতল ইন্টার
ছবি: রয়টার্স

ইন্টারের হয়ে এ নিয়ে ১০১ গোল করলেন মার্তিনেজ। মৌসুমে এ নিয়ে ২৭ গোল হলো তাঁর। মার্তিনেজের ক্যারিয়ারে এক মৌসুমে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। আর মৌসুমটাও দারুণ কাটছে তাঁর। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর উঠেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আর কাল জিতলেন ইতালিয়ান কাপ।

ব্যক্তিগত ‘ট্রেবল’ও হাতছানি দিয়ে ডাকছে মার্তিনেজকে। শুধু কি তা–ই, এই মৌসুমে ইন্টারের হয়ে নিরবচ্ছিন্নভাবে খেলেও যাচ্ছেন। ক্লাবটির এ মৌসুমে খেলা মোট ৫৪ ম্যাচের সব কটিতেই মাঠে খেলেছেন মার্তিনেজ।

আরও পড়ুন

২০০১ সালের পর প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ফিওরেন্তিনা। হারলেও এ মৌসুমে শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায়নি দলটির। ৭ জুন প্রাগে কনফারেন্স লিগের ফাইনালে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে ফিওরেন্তিনা।

ঘরোয়া বড় প্রতিযোগিতায় ইন্টারের বিপক্ষে এটাই ফিওরেন্তিনার প্রথম ফাইনাল।
রোববার নাপোলির বিপক্ষে হারের ম্যাচের একাদশে ৯টি পরিবর্তন করে একাদশ সাজিয়েছিলেন ইন্টারের কোচ সিমোন ইনজাঘি। কোচ হিসেবে নিজের সর্বশেষ ৭ ফাইনালের সব কটিই জিতেছেন।

আগামী মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই মৌসুমটা আরও দুর্দান্ত হবে ইনজাঘির জন্য। জয়ের পর ইন্টার কোচ বলেছেন, ‘ভালো লাগছে। কাপটা আমরা জিততে চেয়েছিলাম এবং তা পেরেছি। ফিওরেন্তিনা খুব ভালো দল। আমাদের সমস্যায় ফেলেছিল।’

আরও পড়ুন