ফাইনালে ২–০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের প্রথম গোলটি করা শাহিদা আক্তারকে নিয়ে শামসুন্নাহারের উচ্ছ্বাস। পরে গোল করেছেন তিনিওছবি: শামসুল হক

নেপালের বিপক্ষে আরও একটি ফাইনালে মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। এবারও টুর্নামেন্টের নাম সাফ চ্যাম্পিয়নশিপ। তবে খেলাটা জাতীয় দলের নয়, এবার দুই দল মুখোমুখি হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে। আজ ফাইনালে কমলাপুরে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেছেন শামসুন্নাহার
ছবি: শামসুল হক

বাংলাদেশকে এগিয়ে দেওয়া গোলটি ৪১ মিনিটে করেন শাহিদা আক্তার। মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে তিনি আরেকটু এগিয়ে যান। নেপালের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান কক্সবাজারের মেসি হিসেবে পরিচিত বাংলাদেশের এই মেয়ে।

বাংলাদেশের প্রথম গোল করে শাহিদা আক্তারের উচ্ছ্বাস
ছবি: শামসুল হক

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-০ করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের অ্যাটাকিং থার্ডে বল পেয়ে সামনে এগিয়ে যান শামসুন্নাহার। একটা পর্যায়ে তিনি নেপালের গোলকিপারকে একা পেয়ে যান। বল গোলকিপারের ডান দিকে মারার ভঙ্গি করে তাঁকে বোকা বানান শামসুন্নাহার। এরপর গোলকিপারের বাঁ দিক দিয়ে বল পাঠান জালে।

এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। তখন পর্যন্ত দুই দলের কেউই আর কোনো গোল করতে পারেনি। এর আগে গত বছর ফাইনালে নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েদের জাতীয় দল।