আর ৬ ম্যাচের অপেক্ষা অজেয় লেভারকুসেনের

রোববার ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৫ ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন। ১২০ বছরের ইতিহাসে এই প্রথম লেভারকুসেন জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো। জাবি আলোনসোর দল চ্যাম্পিয়ন হওয়ার পথে ভেঙেছে একাধিক রেকর্ড। আরও কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা সিংহাসন কেড়ে নেওয়া লেভারকুসেনকে।

১৩
১৯৬৩ সালে বুন্দেসলিগা শুরু হওয়ার পর ১৩তম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন হলো লেভারকুসেন। তবে সব যুগ মিলিয়ে জার্মানির শীর্ষ লিগ জেতা ৩০তম ক্লাব লেভারকুসেন।
২৯
প্রথম দল হিসেবে বুন্দেসলিগার এক মৌসুমে প্রথম ২৯ ম্যাচে অপরাজিত লেভারকুসেন (২৫ জয়, ৪ ড্র)। রোববার ব্রেমেনকে হারিয়ে বায়ার্নের রেকর্ড ভেঙেছে দলটি। ২০১৩-১৪ মৌসুমে প্রথম ২৮ ম্যাচে অপরাজিত ছিল পেপ গার্দিওলার বায়ার্ন।
আরও পড়ুন
৪৩
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৩ ম্যাচে অপরাজিত লেভারকুসেন (৩৮ জয়, ৫ ড্র)। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা যৌথভাবে রেকর্ড। সিরি ‘আ’ ক্লাব জুভেন্টাস ২০১১ সালের মে মাস থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত টানা ৪৩ ম্যাচে অপরাজিত ছিল। লেভারকুসেন সর্বশেষ হেরেছে ২০২৩ সালের ২৭ মে।
ইউরোপের সব লিগের রেকর্ড ভাঙতে পরের ছয়টি ম্যাচ অপরাজিত থাকতে হবে লেভারকুসেনকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড পর্তুগিজ ক্লাব বেনফিকার (১৯৬৩-৬৫)।
আরও পড়ুন
৩১
লেভারকুসেনের সর্বশেষ দুটি শিরোপার মাঝে বছরের ব্যবধান। ১৯৯৩ সালে জার্মান কাপ জয়ের পর এবারই প্রথম কোনো শিরোপা জিতল দলটি। এ ছাড়া ১৯৮৭-৮৮ মৌসুমে উয়েফা কাপ জিতেছিল লেভারকুসেন। দলটির বড় শিরোপা এই তিনটিই।
লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস
এএফপি
৩০ বছরের মধ্যে প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ১৫টি গোল করার পাশাপাশি ১৫টি গোলে সহায়তা করেছেন লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টৎস।
আরও পড়ুন