২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘বায়ার্নের বিপক্ষে মেসির খেলা নিয়ে সন্দেহ নেই’

পিএসজির হয়ে দারুণ ছন্দে আছেন মেসিছবি: রয়টার্স

স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে পিএসজি ও লিওনেল মেসির ভক্ত–সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে যে শঙ্কার কালো মেঘ ছিল, তা কেটে গেছে।

হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা মেসি খেলবেন বায়ার্নের বিপক্ষে, নিশ্চিত করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে লিগ ‘আঁ’তে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। যদিও সেই ম্যাচে মেসিকে পাবে না পিএসজি।

পরশু রাতে মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেই ম্যাচে বিদায়ের হতাশা আরও বাড়ে মেসি চোটে পড়ায়। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, মেসির চোট এতটাই গুরুতর, হয়তো বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে তিনি ছিটকে যেতে পারেন। তবে সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, ‘লিওকে আমরা মোনাকোর বিপক্ষে পাচ্ছি না। তবে ও সোমবারই অনুশীলনে ফিরবে। পরের ম্যাচে তাই ওকে পাওয়া নিয়ে সন্দেহ নেই।’

এমবাপ্পে বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন না তা আরও একবার বলেছেন গালতিয়ের
ছবি: এএফপি

পিএসজির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৫ গোল করার সঙ্গে করিয়েছেন আরও ১৪টি। তুলুজের বিপক্ষে ম্যাচ শেষে তো গালতিয়ের পুরো দলকেই মেসির জন্য খেলার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি।’

আরও পড়ুন

মোনাকো ম্যাচে মেসি খেলতে না পারায় গালতিয়েরকে নতুন কৌশল নিয়ে মাঠে নামতে হচ্ছে, তার আঁচ পাওয়া গেল তাঁর কথাতে, ‘আমরা যেভাবে খেলি, সেখানে মেসির গুরুত্ব কতটা আমরা জানি। ও না থাকায় হয়তো আমাদের নতুন কৌশলে খেলতে হবে। লিওকে ছাড়া মোনাকোর মাঠে মোনাকোর বিপক্ষে খেলা দুর্ভাগ্যজনক। তবে এমনটা হতেই পারে, এটা একটা মৌসুমের অংশ।’

চোটের কারণে বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন না কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পের চোট নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছিলেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসমান। বলেছিলেন, এমবাপ্পে আছেন ধরে নিয়েই তিনি পরিকল্পনা সাজাবেন। হয়তো সে জন্যই আরও একবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের চোট নিয়ে কথা বলতে হলো গালতিয়েরকে, ‘এমবাপ্পেকে নিয়ে কথা আগেই বলেছি। বলেছি ও তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। ফুটবলারদের ফিটনেসই আগে। আমি ফুটবলারদের ফিটনেস নিয়ে সতর্ক থাকি, বিশেষ করে যেহেতু মৌসুমের এখনো অনেকটা বাকি।’

আরও পড়ুন