জমে উঠেছে লেভা–বেনজেমার সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই

রবার্ট লেভানডফস্কি ও করিম বেনজেমাছবি: টুইটার

শিরোপা দৌড়ে বার্সেলোনাকে হয়তো এ মৌসুমে আর আটকাতে পারবে না রিয়াল মাদ্রিদ। কিন্তু সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির লড়াইয়ে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কিকে ধরে ফেলতে পারেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

চোট কাটিয়ে কাল আলমেইরার বিপক্ষে মাঠে নেমেছেন বেনজেমা। ফেরাটা স্মরণীয় করে রেখেছেন দারুণ এক হ্যাটট্রিকে। আলমেইরার বিপক্ষে রিয়ালের ৪-২ ব্যবধানের জয়ে ৩ গোল করে পিচিচি ট্রফির লড়াইটা আরও জমিয়ে তুলেছেন ফরাসি ফরোয়ার্ড।

আরও পড়ুন

এই ৩ গোল নিয়ে এবারের লা লিগায় বেনজেমার গোলসংখ্যা এখন ১৭। কাল রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ৪-০ ব্যবধানের জয়ে লেভানডফস্কি করেছেন ১ গোল। এই গোল নিয়ে লা লিগায় তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯।

লা লিগায় লেভানডফস্কির গোল ১৯ টি
ছবি: টুইটার

লেভানডফস্কি ও বেনজেমার গোল ব্যবধান এখন দুটি। এই ২ গোলের ব্যবধান ঘোচাতে পারবেন বেনজেমা? লিগে রিয়াল, বার্সা দুই দলেরই ম্যাচ আছে ৬টি করে। এখন দেখার বিষয়, এই ৬ ম্যাচে লেভা-বেনজেমার কে কত গোল করতে পারেন!

আরও পড়ুন