মরিনিওর দলে যাওয়ার আগেই ‘নার্ভাস’ লুকাকু

রোমেলু লুকাকুছবি: ইনস্টাগ্রাম

অবশেষে কি রোমেলো লুকাকুর একটা গতি হচ্ছে!

অনেক দিন থেকেই রোমেলু লুকাকুকে বিক্রির চেষ্টা করে আসছে চেলসি। তবে ৩০ বছর বয়সী এই বেলজিয়ান ফরোয়ার্ডকে নিতে কোনো ক্লাবই আগ্রহ দেখায়নি। গত মৌসুমে লুকাকু যে ক্লাবে ধারে গিয়েছিলেন, সেই ইন্টার মিলানও তাঁকে নিতে রাজি হয়নি।

ইতালির আরেক ক্লাব জুভেন্টাসে যেতে পারেন, এমন খবর শুনেই ক্ষোভে ফেটে পড়েন জুভেন্টাস-সমর্থকেরা। শেষমেশ লুকাকু ইতালিতেই যাচ্ছেন। জোসে মরিনিওর রোমাতে ধারে খেলতে দেখা যাবে তাঁকে। বেলজিয়ান এক পত্রিকাকে লুকাকু নিজেই তা জানিয়েছেন।

আরও পড়ুন

বেলজিয়ামের পত্রিকা হেত লাত্সতে নিউজে লুকাকু বলেছেন, ‘আমি নার্ভাস। রোমার সঙ্গে সাইন করতে আগামীকাল (রোববার) রোমে যাচ্ছি।’ স্থানীয় এক ক্লাবের হয়ে ছেলের অভিষেক ম্যাচ দেখতে গিয়ে এই কথা বলেছেন লুকাকু।

চেলসির পরিকল্পনাতে নেই লুকাকু
ছবি : রয়টার্স

যদিও ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোমা ও চেলসির মধ্যে এখনো কোনো চুক্তি হয়নি। কারণ, রোমা লুকাককে ৫ মিলিয়ন ইউরোতে ধারে নিতে চায়, যা চেলসির প্রত্যাশার চেয়ে কম। ইতালির স্কাই স্পোর্টস জানিয়েছে, রোমার স্পোর্টিং ডিরেক্টর থিয়াগো পিন্তো রোববার দুই ক্লাবের মধ্যে চুক্তি হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
লুকাকুর চেলসি থেকে এবারও ইন্টার মিলানে ধারে যাওয়ার কথা বেশি শোনা গিয়েছিল। তবে সিরি আয় ইন্টারের দ্বৈরথ যে দুই ক্লাবের সঙ্গে, সেই জুভেন্টাস ও এসি মিলানের সঙ্গেও দলবদল নিয়ে আলোচনা করায় ইন্টার মিলান তাঁকে দলভুক্ত করার পরিকল্পনা থেকে সরে আসে।

২০২১ সালে ইন্টার মিলান থেকে লুকাকুকে দলে টানে চেলসি। তবে ২০২১-২২ মৌসুমে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এবারের দলবদলে নতুন করে দল সাজাচ্ছে চেলসি। সেই ধারায় ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু ও নিকোলাস জ্যাকসন। সব মিলিয়ে ২০২৬ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তি থাকলেও পচেত্তিনোর পরিকল্পনাতে একদমই নেই লুকাকু।

আরও পড়ুন