নেইমার আসছেন শুনেই সান্তোসের ইনস্টাগ্রামে ৭ লাখ, টিকটকে ৪ লাখ

ব্রাজিল তারকা নেইমারনেইমারের ইনস্টাগ্রাম হ্যান্ডল

নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন চাউর হয় জানুয়ারির শুরুতে। স্পোর্টস মার্কেটিং গবেষণাপ্রতিষ্ঠান ইবোপে রেপুকম জানিয়েছে, এরপর এই অল্প কয় দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখ অনুসারী বেড়েছে সান্তোসের, যেটা পুরো ২০২৪ সালেও হয়নি। গত বছর ৮ লাখ ৫৫ হাজার নতুন অনুসারী পেয়েছিল সান্তোস।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে হুট করে সান্তোসের ওপর নেটিজেনদের এই ঝাঁপিয়ে পড়া যে নেইমারের জন্য, তা বলাই বাহুল্য। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার। সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তিসেরা নিশ্চিত করেছেন এই খবর।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে তিসেরা বলেছেন, ‘এখন ফেরার সময়, নেইমার। এখন তোমার নিজের মানুষদের কাছে ফেরার সময়। তোমার ঘরে, যে ক্লাবটি তোমার হৃদয়ে। আমাদের ছেলে নেইকে স্বাগত। আমাদের ভিলার ছেলে। সুখী হতে আবারও ফিরে আসো সাদা-কালো জার্সিতে। তোমাকে দুহাতে বরণ করে নেওয়ার অপেক্ষায় সান্তোসের সবাই।’

ব্রাজিল ও সান্তোসের প্রয়াত কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো নেইমারের ফেরা উপলক্ষে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের ছেলে ঘরে ফিরছে, বাবা এটা জানার পর নিশ্চয়ই স্বর্গেই বাইসাইকেল কিক মারছেন।’

নেইমার কেলির এই পোস্টে ভালোবাসাসূচক ইমোজি পোস্ট করে মন্তব্য করেছেন। বাংলাদেশ সময় আজ ভোরে আল হিলাল নেইমারের বিদায়ী বার্তার একটি ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে নেইমারও সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়ে আল হিলালের খেলোয়াড়দের বলেছেন, ‘আজ আমি খুব খুশি। কারণ, নিজের ঘরে, নিজের দেশে ফিরতে পারছি।’

আরও পড়ুন

সোশ্যাল ব্লেড ওয়েবসাইটের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে সান্তোসের নতুন অনুসারীসংখ্যা বেড়ে ৭ লাখ ২০ হাজার। বর্তমানে এই পেজের অনুসারীসংখ্যা ৪২ লাখ ৩০ হাজার। জানুয়ারির শুরুতে অনুসারীসংখ্যা ছিল ৩৫ লাখ। টিকটকে জানুয়ারিতে ৪ লাখ নতুন অনুসারী পেয়েছে সান্তোস। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ১১ লাখ নতুন অনুসারী পেয়েছে সাও পাওলোর ক্লাবটি।

স্যুটকেস গোছানোর এ ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নেইমার
নেইমারের ইনস্টাগ্রাম হ্যান্ডল

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফেরার খবরে সান্তোসের সদস্যসংখ্যাও বেড়েছে। ক্লাবটির সবচেয়ে খরুচে প্রোগ্রাম ‘ব্ল্যাক প্ল্যান’–এ নতুন ৯ হাজার সদস্য যোগ দিয়েছেন। আল হিলালের সঙ্গে নেইমার চুক্তি বাতিল করার পর সদস্যসংখ্যা এমন হু হু করে বেড়েছে। এই প্রোগ্রামের সদস্যসংখ্যা ৫৭ হাজার পেরিয়ে গেছে, যেখানে সদস্যদের মাসিক ফি বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার টাকার কিছু বেশি।

গ্লোবো গতকাল জানিয়েছে, সান্তোসে আপাতত ৬ মাসের চুক্তি করবেন নেইমার। তবে পরে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এরই মধ্যে কাল ফেরার প্রস্তুতির ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েকটি স্যুটকেসের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন, ‘স্যুটকেস গোছানো সত্যিই খুব কঠিন কাজ। তর সইছে না।’