এবার এশিয়ান গেমসে পাঠানো হবে না জামাল ভূঁইয়াদের

বাংলাদেশ ফুটবল দলছবি: প্রথম আলো

২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে ইতিহাস গড়ে লাল-সবুজের দল। কিন্তু এবারের এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দল পাঠানো হলেও পুরুষ দল না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায়।

সভা শেষে এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ও বিওএর কোষাধ্যক্ষ এ কে সরকার প্রথম আলোকে বলেছেন, ‘গেমসে ১৭টি খেলায় দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। সেই সিদ্ধান্তই বহাল আছে। সঙ্গে বক্সিং ইভেন্ট যোগ হয়েছে। তবে ফুটবলে মেয়েদের পাঠানো হলেও ছেলেরা বাদ পড়েছে।’ ছেলেদের বাদ দেওয়ার কারণ কী, তা জানতে চাইলে এ কে সরকার বলেন, ‘ছেলেদের পারফরম্যান্স চিন্তা করে এই সিদ্ধান্ত। ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা ছিল সভায়, তাদেরও বলা হয়েছিল। তারাও ব্যাপারটা নিয়ে একটু নিশ্চুপ ছিল।’

আরও পড়ুন

ফুটবলে গতবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এবার দলই পাঠানো হচ্ছে না। সিদ্ধান্তটা সঠিক হলো কি না, তা জানতে চাইলে এ কে সরকার বলেন, ‘বাফুফের প্রতিনিধিরা তো বিষয়টা নিয়ে ওভাবে কিছু বলেনি।’

সেশলসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ
ছবি: প্রথম আলো

বাফুফের দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ মহি উপস্থিত ছিলেন সভায়। মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সবদিক বিবেচনা করেই বিওএর সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগাযোগ করলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শুধু বলেছেন, ‘বিষয়টা আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন

বাফুফে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, ছেলেদের দল না পাঠানোর ব্যাপারে তাঁরা বিওএর সভায় জোরালো কোনো ভূমিকা রাখেননি। চীনের হাংজুতে গত বছর হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে গেমসটি পিছিয়ে এ বছর হচ্ছে। এ বছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসের হচ্ছে চীনের হাংজু শহরে।