বড় ম্যাচে রিয়াল মাদ্রিদ যেভাবে ছোট দল

বড় ম্যাচে বারবার হতাশ করছে রিয়ালএএফপি

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে গত মৌসুমটা দারুণভাবে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের আগমনের কারণে চলতি মৌসুমেও অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল রিয়ালকে। কিন্তু গত মৌসুমের তুলনায় এ মৌসুমে রিয়ালের পারফরম্যান্স বেশ সাদামাটাই। এমবাপ্পের সংযুক্তিও দলের পারফরম্যান্সে বিশেষ কোনো পরিবর্তন আনতে পারেনি।

উল্টো গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখানো ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামও বেশ নিষ্প্রভ হয়ে পড়েছেন। এরই মধ্যে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও হাতছাড়া হয়েছে রিয়ালের। সব মিলিয়ে এই মৌসুমে রিয়ালের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। বরং তুলনামূলক সম শক্তির দলগুলোর বিপক্ষে রিয়ালের পারফরম্যান্সকে বেশ শোচনীয়ই বলতে হয়।

শুরুতে বার্সেলোনার বিপক্ষে পারফরম্যান্সের কথাই ধরা যাক। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে। সেই ম্যাচে হাইলাইন ডিফেন্সিভ কৌশলে রিয়ালকে আটকে দেওয়ার পাশাপাশি আক্রমণেও বার্সা ছিল দুর্দান্ত। এরপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালের ওপর ছড়ি ঘুরিয়েছে বার্সা। জেদ্দায় দারুণ নৈপুণ্যে রিয়ালকে তারা উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। অর্থাৎ শুধু বার্সার কাছেই রিয়াল দুই ম্যাচে হজম করেছে ৯ গোল।

আরও পড়ুন

লা লিগায় এখন শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও জিততে পারেনি রিয়াল। প্রথম লেগের ম্যাচটিতে কোনোরকমে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। বার্সেলোনা বা আতলেতিকোর মতো বড় না হলেও চলতি মৌসুমে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে অ্যাথলেটিক বিলবাও। এই মুহূর্তে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে বিলবাও। সেই বিলবাওয়ের মাঠ থেকেও কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি মাদ্রিদের ক্লাবটি।

বার্সার কাছে হেরে বিধ্বস্ত রিয়ালের দুই তারকা ফুটবলার জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে
রয়টার্স

গত ডিসেম্বরের ম্যাচটিতে রিয়াল হেরেছিল ২-১ গোলে। অর্থাৎ চলতি মৌসুমে লা লিগায় শীর্ষ চারে থাকা কোনো দলের বিপক্ষে এখন পর্যন্ত জিততে পারেনি রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই দলগুলোর সঙ্গে ৪টি ম্যাচ খেলে ৩টিতে হেরেছে তারা, ড্র করেছে ১ ম্যাচে।চ্যাম্পিয়নস লিগেও রিয়ালের অবস্থা অনেকটা একইরকম।

আরও পড়ুন

ইউরোপের রাজা খ্যাত দলটি ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তালিকার ২০ নম্বরে অবস্থান করছে। এখানেও তুলনামূলক সমশক্তির দলগুলোর বিপক্ষে ভালো করতে ব্যর্থ হয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে রিয়ালের জন্য শক্তিশালী দুই প্রতিপক্ষ ভাবা হচ্ছিল সাবেক দুই চ্যাম্পিয়ন লিভারপুল ও এসি মিলানকে।

দুই দলের কাছেই হেরেছে রিয়াল। এসি মিলানের কাছে ৩-১ গোলে হারা দলটি লিভারপুলের বিপক্ষে হেরেছে ২-০ গোলে। এমনকি ফরাসি ক্লাব লিলের কাছেও হেরেছে তারা। এই মৌসুমে রিয়ালের বলার মতো জয়টি এসেছে কেবল গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিক করা সেই ম্যাচটিতে ঘরের মাঠে রিয়াল জিতেছে ৫-২ গোলে।

কার্লো আনচেলত্তি কি দলকে সঠিক পথে ফেরাতে পারবেন
রয়টার্স

সব মিলিয়ে হিসাব করলে বার্সা, আতলেতিকো, বিলবাও, লিভারপুল ও এসি মিলানের বিপক্ষে রিয়াল ৬ ম্যাচ খেলেছে। যার ৫টিতেই দেখেছে হারের মুখ, অন্য ম্যাচটি হয়েছে ড্র। মৌসুমের শেষ অর্ধে রিয়ালের জন্য এই পরিসংখ্যান যথেষ্ট আতঙ্ক তৈরি করার মতো। সামনের দিনগুলোতেও বেশ কিছু বড় ম্যাচে মাঠ নামতে হবে রিয়ালকে। যে ম্যাচগুলো গড়ে দিতে পারে রিয়ালের ভাগ্যও। এখন গুরুত্বপূর্ণ সেই ম্যাচগুলোর আগে রিয়াল সেরা ছন্দে ফিরতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।  

৬ ম্যাচে রিয়ালের পারফরম্যান্স

লা লিগা

রিয়াল মাদ্রিদ ০: ৪ বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ ১ : ২ অ্যাথলেটিক বিলবাও

রিয়াল মাদ্রিদ ১ : ১ আতলেতিকো মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদ ১ : ৩ এসি মিলান

রিয়াল মাদ্রিদ ০ : ২ লিভারপুল

স্প্যানিশ সুপার কাপ

রিয়াল মাদ্রিদ ২: ৫ বার্সেলোনা