ছলছল চোখে চেলসিকে বিদায় জানালেন সিলভা

এ মৌসুম শেষে চেলসিতে আর দেখা যাবে না থিয়াগো সিলভাকেএক্স

‘ধন্যবাদ যথেষ্ট নয়’—চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে থিয়াগো সিলভার ছবির সঙ্গে এই ক্যাপশন জুড়ে দিয়ে খবরটা জানিয়েছে চেলসি। বাতাসে অবশ্য কদিন আগে থেকেই গুঞ্জন ভাসছিল—এ মৌসুম শেষেই চেলসিকে বিদায় বলে দেবেন সিলভা। সেটিই আজ সত্যি হলো। চলতি মৌসুম শেষে চেলসির সঙ্গে ৪ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন এ সেন্টারব্যাক। ২০২০ সালে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে চেলসিতে এসেছিলেন এই ব্রাজিলিয়ান।

বিদায়বেলায় চেলসির প্রতি নিজের ভালোবাসাকে ‘বর্ণনাতীত’ উল্লেখ করে সিলভা বলেছেন, ‘চেলসি আমার কাছে অনেক কিছু। কেবল এক বছর থাকার ইচ্ছে নিয়ে আমি এখানে এসেছিলাম। কিন্তু সেটি চার বছরে গিয়ে ঠেকেছে। আমার ছেলেও চেলসির হয়ে খেলে। চেলসি পরিবারের অংশ হতে পারাটা দারুণ গর্বের ব্যাপার।’

আরও পড়ুন

চেলসিকে বিদায় বলা কতটা কঠিন সেটা জানিয়ে আবেগাপ্লুত সিলভা আরও বলেছেন, ‘সাধারণ পরিস্থিতিতেই বিদায় বলাটা অনেক কঠিন। কিন্তু যেখানে দুই পক্ষের মধ্যে পারস্পরিক ভালোবাসা এত তীব্র, তখন বিষয়টা আরও কঠিন। তবে একবার যে ব্লু, সব সময় সে ব্লু।’

সিলভা যখন চেলসিতে আসেন তখন ক্লাবটির কোচ ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এরপর টমাস টুখেল, গ্রাহাম পটার এবং মরিসিও পচেত্তিনোর অধীনে খেলেছেন সিলভা। ১৫১ ম্যাচে চেলসিকে প্রতিনিধিত্ব করা এ ব্রাজিলিয়ান তারকা চেলসির হয়ে তিনটি শিরোপা জিতেছেন। যেখানে সবচেয়ে বড় অর্জন ২০২০–২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়।

চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে সিলভা
এক্স

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে চেলসির প্রতিনিধিত্ব করেছেন সিলভা। যেখানে প্রিমিয়ার লিগের ২৭ ম্যাচও অন্তর্ভুক্ত আছে। আপাতত চেলসিকে বিদায় জানালেও আবার ভিন্ন কোনো পদে ফেরার স্বপ্ন দেখেন সিলভা, ‘আমি আশা করি দরজা খোলা থাকবে, ফলে অদূর ভবিষ্যতে আমি ফিরে আসতে পারব। যদিও সেটা হবে ভিন্ন কোনো দায়িত্বে।’