সামাজিক যোগাযোগমাধ্যমে কোন দলের কত অনুসারী

২০২২ সালে লিভারপুলকে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগ জেতে রিয়াল মাদ্রিদএএফপি

ইন্টার মায়ামি এখনো ঘোষণা দেয়নি। আনুষ্ঠানিকভাবে চুক্তির কার্যক্রমও শেষ হয়নি। লিওনেল মেসি শুধু ঘোষণা দিয়েছেন, ‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’

মেসির এই এক কথাতেই মেজর সকার লিগের দল ইন্টার মায়ামির অনুসারী সংখ্যা বেড়েছে ঝড়ের গতিতে। শুধু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেই মায়ামির অনুসারী এক সপ্তাহে বেড়েছে ৭০ লাখ, যা মেসির ঘোষণার আগপর্যন্ত ছিল ১০ লাখের আশপাশে! খেলোয়াড়ের জনপ্রিয়তায় ভর করে এভাবে ক্লাবের অনুসারী বেড়ে যাওয়ার উদাহরণ আরও অনেক আছে।

তবে দিন শেষে দলগুলোই নিজেই বড় ব্র্যান্ড। মেসি, রোনালদোরা কখনো খেলেননি, এমন অনেক ক্লাবের অনুসারী আছে কোটি কোটি। এরা সবাই ক্লাবের সমর্থক নন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে অনুসরণ করেন, খোঁজখবর রাখেন। দলগুলোও প্রচার ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে বিশেষ নজর দেয় এ দিকটাতে। কোনো কোনো ক্লাবের একই প্ল্যাটফর্মে একাধিক অফিশিয়াল অ্যাকাউন্টও আছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনুসারীদের সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে পোস্ট করা যায়।

ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী

সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ফুটবল ক্লাবগুলোর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীর দুটি ক্লাবই স্পেনের।

৩.২২
সৌদি আরবের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩ কোটি ২২ লাখ অনুসারী আল–নাসরের। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবটির সর্বোচ্চ ১ কোটি ৪০ লাখ অনুসারী ইনস্টাগ্রামে।

সবার ওপরে রিয়াল মাদ্রিদ, দুইয়ে বার্সেলোনা। দুটি ক্লাবের মোট অনুসারী ৩০ কোটির ওপর। অন্যদের তুলনায় রিয়াল-বার্সা এতটাই এগিয়ে যে তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের অনুসারী সংখ্যা ২০ কোটির ঘরে।

টুইটারে সবচেয়ে বেশি অনুসারী

সিআইইএস বিশ্লেষণটি করেছে ২০২২-২৩ মৌসুমের সমাপ্তিতে, মোট চারটি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ব্যবহার করে। চার সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও টিকটক।

মজার বিষয় হচ্ছে, সব মাধ্যম মিলিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে হলেও নির্দিষ্ট মাধ্যমে অন্যরাও শীর্ষে আছে। যেমন টুইটারে সবচেয়ে বেশি অনুসারী বার্সেলোনার, আবার টিকটকে শীর্ষে ফরাসি ক্লাব পিএসজি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে সবচেয়ে বেশি অনুসারী ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো (১৪তম, অনুসারী ৫ কোটি), মিসরের আল আহলি (১৭তম, ৪.৫ কোটি) ও তুরস্কের গ্যালাতাসারাই (১৮তম, ৪ কোটি।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী

অনুসারী সংখ্যায় শীর্ষ ১০০ ক্লাবের মধ্যে আছে সৌদি আরব, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, মেক্সিকো, পর্তুগাল, ইরান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, যুক্তরাষ্ট্র, চিলি, রাশিয়া ও স্কটল্যান্ডের ক্লাব।

টিকটকে সবচেয়ে বেশি অনুসারী

৬৭
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ক্লাব কেরালা ব্লাস্টার্স ৬৭ লাখ অনুসারী নিয়ে ৬৯তম স্থানে আছে।

তবে ক্লাবগুলোর যার অবস্থান যেখানেই হোক না কেন, খেলোয়াড় রোনালদো বা মেসির ধারেকাছে কেউ নেই। ফুটবলারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ৮৫ কোটি ৯০ লাখ অনুসারী আছে রোনালদোর, যা ক্লাব হিসেবে শীর্ষে থাকা রিয়ালের দ্বিগুণের বেশি। মেসির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ৫৮ কোটি ২০ লাখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীর ১০ ক্লাব

আরও পড়ুন