অস্ত্রের মুখে ইতালিয়ান কিংবদন্তি বাজ্জোর বাসায় ডাকাতি
সাম্প্রতিক সময়ে ফুটবল তারকাদের বাসায় ডাকাতি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এবার রোমহর্ষ ডাকাতির শিকার হয়েছেন ইতালিয়ান কিংবদন্তি রবার্তো বাজ্জোও। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে ইতালি-স্পেনের ম্যাচ উপভোগ করার সময় এক দল ডাকাত হানা দেয় সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ডের বাসায়। অস্ত্রের মুখে লুটপাটের পাশাপাশি মারধরও করা হয়েছে বাজ্জোকে।
জানা গেছে, অন্তত পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী জোরপূর্বক বাজ্জোর উত্তর ইতালির বাসায় প্রবেশ করে। ৫৭ বছর বয়সী সাবেক এই ফুটবলার এ সময় এগিয়ে এসে দুর্বৃত্তদের ঠেকানোর চেষ্টা করলে এক ডাকাত বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে বাজ্জোর মাথায়। এরপর ব্যালন ডি’অর–জয়ী এই তারকাকে পরিবারসহ একটি ঘরে আটকে রেখে ডাকাত দল স্বর্ণালংকার, দামি ঘড়ি ও নগদ অর্থ লুট করে নেয়।
লুটপাট শেষে বিপদমুক্ত হওয়ার পর দরজা ভেঙে বেরিয়ে এসে বাজ্জো পুলিশকে ফোন করেন। পরে ইতালির এই কিংবদন্তি ফুটবলারকে আরজিগনানোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। বাজ্জোর কপালে একাধিক সেলাই লেগেছে বলেও জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো। বাজ্জো ছাড়া তাঁর পরিবারের বাকি সদস্যদের অবশ্য কোনো ধরনের ক্ষতি হয়নি।
ভয়াবহ এই ঘটনার পর এক বিবৃতিতে বাজ্জো বলেছেন, ‘প্রথমত, সবার কাছ থেকে আমি এবং আমার পরিবার যে ভালোবাসা পেয়েছে, সে জন্য ধন্যবাদ। এমন পরিস্থিতিতে যেকোনো কিছু ঘটতে পারত। সৌভাগ্যবশত এই নৃশংসতা কয়েকটি সেলাই এবং অনেক বেশির আতঙ্কের মধ্য দিয়ে শেষ হয়েছে।’
সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন বিবেচিত হওয়া বাজ্জো ফিওরেন্তিনা, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। ‘ডিভাইন পনিটেল’খ্যাত এই ফুটবলারকে অনেকে ‘ট্র্যাজিক হিরো’ হিসেবেও মনে রেখেছেন। ১৯৯৪ বিশ্বকাপে দুর্দান্ত খেলা বাজ্জো ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছেন।