বার্সেলোনার গ্রুপে আরও দুই সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন ও ইন্টার

‘মৃত্যুকূপ’-আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবলের কোনো গ্রুপিং হলেই এমন এ শব্দটি ঘুরেফিরে আসে। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপিংয়ের পরও শব্দটি আসছে। এটা আসছে ‘সি’ গ্রুপের কল্যাণে। ইস্তাম্বুলে আজ এবারের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই গ্রুপে যে বার্সেলোনার সঙ্গে পড়েছে আরও দুই সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।

ইস্তাম্বুলে আজ ড্র অনুষ্ঠানে বার্সেলোনার নাম তুলছেন ইয়াইয়া তোরে

বার্সেলোনা, বায়ার্ন আর ইন্টার মিলে জিতেছে চ্যাম্পিয়নস লিগের ১৪টি শিরোপা। এর মধ্যে বায়ার্নের শিরোপাই বেশি, জার্মানির ক্লাবটির ট্রফি-কেসে শোভা পাচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ৬টি ট্রফি। বার্সেলোনা জিতেছে ৫টি ট্রফি। আর ইন্টার মিলানের ট্রফি-কেসে চ্যাম্পিয়নস লিগের ট্রফি ৩টি।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ একই গ্রুপে পড়ার আরেকটি তাৎপর্য আছে। এ মৌসুমেই বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগের ড্র তাঁকে গ্রুপ পর্বেই সদ্য সাবেক হওয়া ক্লাবের মুখোমুখি করে দিয়েছে ।

কোন গ্রুপে কোন দল

গ্রুপ ‘এ’

আয়াক্স আমস্টারডাম, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স

গ্রুপ ‘বি’

পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, ব্রুগা

গ্রুপ ‘সি’

বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, প্লজেন

গ্রুপ ‘ডি’

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, মার্শেই

গ্রুপ ‘ই’

এসি মিলান, চেলসি, সালজবুর্গ, দিনামো জাগরেব

গ্রুপ ‘এফ’

রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার, সেল্টিক

গ্রুপ ‘জি’

ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন

গ্রুপ ‘এইচ’

পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা