৭ গোলের ম্যাচে জয় কিংসের, জয় পুলিশেরও

দরিয়েলতন গোমেজকে এভাবে ঘেরাও করেও থামাতে পারেননি ব্রাদার্স ডিফেন্ডাররা। কিংসের জয়ে জোড়া গোল করেছেন দরিয়েলতনবাফুফে

কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বসুন্ধরা কিংসের ম্যাচটি ছিল অসম লড়াই। তাতে অনুমিত জয়ই পেয়েছে গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে এক মৌসুমে দেশের ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলে আবার প্রিমিয়ারে ফেরা গোপীবাগের ঐতিহ্যবাহী ব্রাদার্স লড়াইটা মন্দ করেনি। দর্শকদের জন্য ম্যাচটা ছিল উপভোগ্যই। ৭ গোলের ম্যাচের স্কোরলাইন ৫-২। কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ করেছেন জোড়া গোল।

ব্রাদার্স দেশীয় তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দল। তবে এই দলের মূল চালিকাশক্তি তিন বিদেশি। মিসরের মোস্তফা মোহাম্মদ ও উজবেকিস্তানের ওতাবেক ভালিজেনোভ আর বানিয়োদ শোদিয়েভ। গোলকিপার মোহাম্মদ মহিউদ্দিন আজ নজর কেড়েছেন। রাব্বি হোসেন রাহুল তো দারুণ এক গোলই করেছেন। শুয়াইবুর রহমান মিজান, রুবেল মিয়ারাও চেষ্টা করেছেন কিংসের তারকাসমৃদ্ধ দলের সঙ্গে টক্কর দিতে।

শুরুর দিকে নিজেদের গোছাতে খুব বেশি সময় নেয়নি কিংস। ৮ মিনিটেই রাকিব হোসেন দারুণ এক গোল করে এগিয়ে দেন তাদের। আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরের লম্বা এক পাস থেকে বল ধরেই ব্রাদার্সের গোলের দিকে ছোটা শুরু করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড়েরা থামাতে পারেননি তাঁকে। তিনজনকে ফাঁকি দিয়ে রাকিব কোনাকুনি শটে মহিউদ্দিনকে পরাস্ত করেন।

এক গোল পিছিয়ে পড়ে ব্রাদার্স অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। বেশ কয়েকবার কিংসের সীমানায় আক্রমণও চালিয়েছে তারা। বিশেষ করে দুই ফরোয়ার্ড মিসরের মোস্তফা মোহাম্মদ আর ওতাবেক ভালিজেনোভ বিশ্বনাথ ঘোষ-তপু বর্মণদের পরীক্ষাও নিয়েছেন। কিংসও সুযোগ তৈরি করেছে। তবে ব্রাদার্সের রক্ষণসেনাদের দৃঢ়তায় গোলের ব্যবধান প্রথমার্ধে আর বাড়াতে পারেনি। ১-০ গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কিংস।

বসুন্ধরা কিংস ফুটবলারদের গোল উদ্‌যাপন। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে
বাফুফে

৫৮ মিনিটে দ্বিতীয় গোল পায় কিংস। এই গোলটি হয়েছে বেশ কয়েকজনের পা ঘুরে। প্রথমে দিদিয়ের দিয়েছিলেন অধিনায়ক রবসন দা সিলভাকে। তিনি সেটি বাঁ প্রান্তে দেন রাকিব হোসেনকে। রাকিব অবশ্য গোলে শট নিয়েছিলেন। কিন্তু ব্রাদার্সের একজন রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে সেটি চলে যায় একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা দরিয়েলতনের কাছে। তিনি বলটি ধরে ধীরে-সুস্থে গোল করেন।

৬১ মিনিটে তৃতীয় গোলটি পায় কিংস। দ্বিতীয় গোল পেয়ে যান দরিয়েলতন। গোলটি তিনি করেন রবসনের ক্রস থেকে। এই গোলটিও প্রায় বিনা বাঁধায়, অনেকটাই ধীরে-সুস্থে। ৬৯ মিনিটে দারুণ এক গোল করেন ব্রাদার্সের রাব্বি হোসেন রাহুল। এই গোলটি অবশ্য কিংসের রক্ষণের ভুলেই। বিশ্বনাথ ঘোষের কাছ থেকে বল কেড়ে রাহুল বক্সের মাথা থেকে কোনাকুনি শটে গোল করেন।

আরও পড়ুন

৩-১ হয়ে যাওয়ার পর ম্যাচের আর বাকি কিছু ছিল না। কিন্তু এরপরেও আরও তিন গোল দেখেছে এই ম্যাচ। ৮৯ মিনিটে রবসন এবারের লিগে নিজের প্রথম গোলটি পান। ৪-১ গোলে এগিয়ে যায় কিংস। তবে ব্রাদার্সের উজবেক ফরোয়ার্ড ওতাবেক আবারও কিংসের রক্ষণের ভুল কাজে লাগান যোগ করা সময়ের ৯২ তম মিনিটে।

কিংসের একের পর এক আক্রমণে অসহায় হয়ে পড়ে ব্রাদার্সের রক্ষণভাগ
বাফুফে

এর পরের মিনিটেই দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৫-২ করে দেন কিংসের বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। মুজিবর রহমান জনি ডান প্রান্ত থেকে ঢুকে আড়াআড়ি বল ফেলেন ব্রাদার্সের বক্সে। অনেকটা পেছন থেকে দৌড়ে গিয়ে বল জালে ঠেলেন ইব্রাহিম।

এদিকে ময়মনসিংহের রফিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। পুলিশের পক্ষে জোড়া গোল করেছেন কলম্বিয়ান স্ট্রাইকার ইদ্রিস হোরাসিও গার্সিয়া।