ফেদেরিকো ভালভের্দে: ক্লান্তিহীন এক ফুটবলার
পাক্কা জহুরি যেমন আসল হীরা চিনতে ভুল করেন না, তেমনি জাবি আলোনসোও রিয়াল মাদ্রিদের নতুন অধিনায়ক খুঁজে নিতে ভুল করেননি।
৪০ ছুঁই ছুঁই লুকা মদরিচ দলের অধিনায়ক হলেও একাদশে নিয়মিত নন। তা ছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক বিকল্প ছিল রিয়ালের নতুন কোচ আলোনসোর কাছে। কিন্তু আলোনসো অধিনায়কের বাহুবন্ধনী তুলে দিয়েছেন ফেদেরিকো ভালভের্দের হাতে।
ভালভের্দের নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর আলোনসো যেন তাঁর ভক্ত হয়ে গেছেন। নয়তো কি আর উরুগুইয়ান মিডফিল্ডারকে এভাবে প্রশংসায় ভাসান?
শেষ ষোলোয় জুভেন্টাসকে হারানোর পর ভালভের্দেকে নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘সে আমার কাজ খুব সহজ করে দিয়েছে। কারণ, সে অনেক বড় মাপের এবং পূর্ণাঙ্গ খেলোয়াড়। দলকে নেতৃত্ব দেওয়া থেকে সে মাঠে প্রায় সবকিছুই ঠিকঠাক করে। বল পায়ে থাকা বা না–থাকা অবস্থাতেও সে অন্যতম সেরা।’
শুধু আলোনসো কেন, রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তিও একইভাবে ভালভের্দের ওপর আস্থা রেখেছেন। কোমরের চোটে পড়ার আগপর্যন্ত তাঁকে জাতীয় দলের প্রায় সব ম্যাচেই খেলিয়েছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও। বিরামহীন ঘোড়ার মতো দৌড়ে ও ক্লান্তিহীনভাবে খেলে ভালভের্দে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছেন।
ফুটবল পরিসংখ্যান ও তথ্য–উপাত্তবিষয়ক ওয়েবসাইট বি সকার জানিয়েছে, গত বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো পর্ব পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৬৬৮০ মিনিট খেলেছেন ভালভের্দে, যা এই সময়ের মধ্যে যেকোনো পেশাদার ফুটবলারের সর্বোচ্চ সময় মাঠে থাকার রেকর্ড।
২০২৪–২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছে, এর ৬৩টিতেই খেলেছেন ভালভের্দে। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ৬০ ম্যাচে ছিলেন শুরুর একাদশে।
স্প্যানিশ ক্লাবটির হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫৫৩৮ মিনিট খেলেছেন তিনি, প্রতি ম্যাচে গড়ে মাঠে ছিলেন ৮৫.৩ মিনিট বা ৯৪.৭% সময়; গোল করেছেন ১১, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি।
মাঠে শৃঙ্খলার দিক থেকেও ছিলেন দারুণ। পুরো মৌসুমে দেখেছেন ৫টি হলুদ কার্ড, লাল কার্ড দেখেননি একবারও।
গত বছরের ১৫ জুন থেকে ভালভের্দে কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্ব মিলিয়ে উরুগুয়ের হয়ে খেলেছেন ১৩ ম্যাচ। এই ম্যাচগুলোতে মাঠে ছিলেন আরও ১১৪২ মিনিট।
২০১৭ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানো ভালভের্দের এটি ক্লাবটির হয়ে সপ্তম মৌসুম চলছে। এক মৌসুম ধারে খেলেছেন দেপোর্তিভো লা করুনিয়ার হয়ে।
২০২৪–২৫ মৌসুমের শুরুটা হয়েছিল গত বছরের ১৪ আগস্ট উয়েফা সুপার কাপের ম্যাচ দিয়ে। তখন থেকে রিয়ালের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ মিস করেছেন। দুটি মাংসপেশির চোটের কারণে, অন্যটিতে সাবেক কোচ আনচেলত্তি তাঁকে বেঞ্চে রেখেছিলেন।
রিয়ালের অধিনায়ক হিসেবে ভালভের্দের অভিষেক হয়েছিল আনচেলত্তির সময়েই। তবে সেটি ‘ভারপ্রাপ্ত’ হিসেবে। আলোনসো কোচ হয়ে আসার পর তাঁকে সেই ‘ভারমুক্ত’ করেছেন। তাতে যেন তাঁর পারফরম্যান্সের ধার আরও বেড়েছে।
ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত গোল করেছেন ২টি। আসরে সবচেয়ে বেশি ১৫টি শট নিয়েছেন তিনিই। সর্বশেষ ম্যাচে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
অধিনায়ক ভালভের্দের পরিসংখ্যানও রিয়াল সমর্থকদের মনে খুশির হাওয়া বইয়ে দেওয়ার মতো। লস ব্লাঙ্কোসদের তিনি এখন পর্যন্ত ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর কোনোটিতেই হারেনি তাঁর দল, জিতেছে ৮টিতে, ড্র করেছে অন্যটি।
ড্র হওয়া ম্যাচটি চলমান ক্লাব বিশ্বকাপেই আল হিলালের বিপক্ষে। গত ১৮ জুন সৌদি ক্লাবটির সঙ্গে ম্যাচটা ১–১ সমতায় শেষ হয়।
তবে শেষ দিকে পেনাল্টি পাওয়ায় রিয়ালের সামনে জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল। স্পট কিক থেকে ভালভের্দেই শট নিয়েছিলেন। কিন্তু তাঁর শট রুখে দেন আল হিলাল গোলকিপার ইয়াসিন বুনু। গোলটা হলেই অধিনায়ক ভালভের্দের নয়ে–নয় হয়ে যেত।
তবে শতভাগ সাফল্য না এলেও ভালভের্দের চোখ যে ক্লাব বিশ্বকাপের ট্রফিতে, সেটি বোধ হয় না বললেও চলত। এর আগে রিয়ালকে পেরোতে হবে আরও তিন ধাপ, যার প্রথমটি আগামীকাল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল।