তিনি রেফারি থাকলে হারে না পিএসজি

ইংল্যান্ডের রেফারি অ্যান্থনি টেলর আজ পিএসজি–বার্সেলোনা ম্যাচ পরিচালনা করবেনএক্স

‘আর যা–ই হোক, পিএসজি আজ হারছে না’—পিএসজির সমর্থকেরা এখন এটা ভেবে স্বস্তি পেতেই পারেন। আর আজ পিএসজির স্বস্তি মানেই তো বার্সেলোনার শঙ্কা। কেন? কারণ, রেফারি। ইংল্যান্ডের রেফারি অ্যান্থনি টেলর দায়িত্বে ছিলেন—এমন ম্যাচে যে কখনোই হারেনি প্যারিসের ক্লাবটি।  

আজ রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সার মুখোমুখি হবে পিএসজি। খেলাটা পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে হতে চলায় এমবাপ্পে-মার্কিনিওসদেরই এগিয়ে রাখছেন অনেকে। বার্সা কোচ জাভি হার্নান্দেজ তো অনেক আগেই ফরাসি চ্যাম্পিয়নদের ফেবারিট বলে রেখেছেন। ম্যাচটি পরিচালনার জন্য গত বুধবার রেফারি হিসেবে টেলরের নাম ঘোষণা করে উয়েফা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু করেছে।

৪৫ বছর বয়সী অ্যান্থনি টেলর চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত পিএসজির ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। এর পাঁচটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি, ড্র করেছে একটিতে। যে ম্যাচে তারা ড্র করেছে, সেটি আবার ছিল আজকের প্রতিপক্ষ বার্সারই বিপক্ষে। সেদিনের ভেন্যুও আজকেরটিই সঙ্গে মিলে যাচ্ছে—পার্ক দে প্রিন্সেস।

আরও পড়ুন

২০২০-২১ মৌসুমের সেই ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল। তবে ক্যাম্প ন্যুতে আগের লেগে ৪-১ ব্যবধানে হেরে যায় আসর থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। তাই বার্সার জার্সিতে সেটিই হয়ে থাকে লিওনেল মেসির শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ।

গ্রাফিক্‌স: প্রথম আলো

টেলরের পরিচালনায় শুধু ওই ম্যাচটিই জিততে পারেননি পিএসজি। বাকি পাঁচ ম্যাচে দলটি হারিয়ে দিয়েছে শাখতার দোনেৎস্ক, রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, আতালান্তা ও জুভেন্টাসকে। এর মধ্যে আতালান্তার বিপক্ষে ম্যাচটি হয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে। করোনাকালে ২০১৯-২০ মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল হয়েছিল পর্তুগালের রাজধানী লিসবনের দুটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ওই মৌসুমেই আরও দুবার টেলরকে রেফারি হিসেবে পেয়ে রিয়াল ও ডর্টমুন্ডকে হারিয়ে দিয়েছিল পিএসজি। দোনেৎস্কের বিপক্ষে জয়টা এসেছিল ২০১৫-১৬ মৌসুমে আর জুভেন্টাসের বিপক্ষে ২০২২-২৩ মৌসুমে। দুটিই ছিল গ্রুপ পর্বের ম্যাচ।

আরও পড়ুন

‘টেলর-ফ্যাক্ট’ পিএসজির জন্য যেমন সৌভাগ্যের পরশ বয়ে এনেছে, ঠিক তেমনি বার্সেলোনার জন্য হয়ে দাঁড়িয়েছে দুঃখের কারণ। টেলরের রেফারিংয়ে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বার্সা। এর মধ্যে জিততে পেরেছে মাত্র একটিতে। সর্বশেষ তাঁকে বার্সার ম্যাচে দেখা গেছে গত বছরের অক্টোবরে। পোর্তোর মাঠে গ্রুপ পর্বের সেই ম্যাচ বার্সা ১-০ ব্যবধানে জিতলেও রেফারি টেলর গাভিকে দুবার হলুদ কার্ড দেখান। দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গাভিকে। ফলে দোনোৎস্কের বিপক্ষে পরের ম্যাচটি তিনি খেলতে পারেননি।  

গত অক্টোবরে বার্সার গাভিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি অ্যান্থনি টেলর
এএফপি

সর্বশেষ গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচ পরিচালনা করেছেন টেলর। ওই ম্যাচে লিভারপুলকে দেওয়া তাঁর পেনাল্টি নিয়ে এখনো সমালোচনা চলছে। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ইউনাইটেড ডিফেন্ডার ওয়ান বিশাখা লিভারপুলের হার্ভি এলিয়টকে ফাউল করেননি। এরপরও টেলর লিভারপুলকে পেনাল্টি উপহার দিয়েছেন। বিতর্কিত সেই পেনাল্টি থেকেই গোল করে সমতা ফেরান মোহাম্মদ সালাহ। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।

আরও পড়ুন

টেলরের রেফারিংয়ে পিএসজি-বার্সার কপালে এবার কী লেখা আছে, তা জানতে আজ গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।