মেসিকে চোটে ফেললে ওতামেন্দিকে ‘খুন’ করবেন আগুয়েরো

লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দিফাইল ছবি: এএফপি

কাতার বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসেরও কম সময় বাকি। দিনের হিসেবে ৮৬ দিন। এখন সব হিসাব–নিকাশ তো বিশ্বকাপ ঘিরেই হবে।

সের্হিও আগুয়েরোকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না। হৃদযন্ত্রে জটিলতার কারণে গত বছর ডিসেম্বরে মাত্র ৩৩ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেন আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনায় খেলা সাবেক এই স্ট্রাইকার। দেশের জার্সিতে ১০১ ম্যাচ খেলা আগুয়েরো তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়ও। দেশের হয়ে একবার (২০১৪) বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতাও হয়েছে আগুয়েরোর।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ সেটাও ভালোই জানা আছে তাঁর। কাল রাতে চ্যাম্পিয়নস লিগের ড্র শেষে কাতার বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার কথাই ভেবেছেন আগুয়েরো।

ড্রয়ে ‘এইচ’ গ্রুপে পিএসজির প্রতিদ্বন্দ্বি তিন ক্লাব—ম্যাকাবি হাইফা, বেনফিকা ও জুভেন্টাস। এর মধ্যে পিএসজি, বেনফিকা ও জুভেন্টাসে আর্জেন্টিনার তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন। পিএসজিতে কে আছেন, তা বলাই বাহুল্য—লিওনেল মেসি। জুভেন্টাসে আছেন আনহেল দি মারিয়া। আর বেনফিকায় আছেন আর্জেন্টিনার সেন্টারব্যাক ও ক্লাবটির অধিনায়ক নিকোলাস ওতামেন্দি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস লিগে পিএসজি কিংবা জুভেন্টাসের মুখোমুখি হলে মেসি ও দি মারিয়াকে থামানোর অঙ্ক কষতে হবে ওতামেন্দিকে। আগুয়েরোর দুশ্চিন্তাটা ঠিক এখানেই।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। তার আগে ৬ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বের খেলা শুরু হয়ে শেষ হবে ২ নভেম্বর। নকআউট পর্বের খেলা শুরু হবে বিশ্বকাপের পর। আগুয়েরোর দুশ্চিন্তা, গ্রুপপর্বের খেলায় মেসি ও দি মারিয়া চোট পেলে মহাসমস্যায় পড়তে হবে আর্জেন্টিনাকে। আর ভাগ্যের কী রসিকতা! মেসি–দি মারিয়াকে আটকানোর ছক কষতে হবে জাতীয় দলে তাঁদের দুজনের সতীর্থ ওতামেন্দিকে। অন্তত বেনফিকার বিপক্ষে ম্যাচ বিবেচনায় এ কথা বলাই যায়।

ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘টুইচ’–এ নিজের চ্যানেলে ওতামেন্দিকে তাই রসিকতার সুরে হুঁশিয়ার করে দিয়েছেন আগুয়েরো, ‘পিএসজি পেয়েছে বেনফিকাকে...ওতামেন্দি, লিওকে চোটে ফেলো না, খুন করে ফেলব কিন্তু। সামনেই বিশ্বকাপ।’

মাঠে কড়া ট্যাকল করতে কুণ্ঠা করেন না ওতামেন্দি। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচ খেলা এই ডিফেন্ডারকে তাই দি মারিয়া নিয়েও সতর্ক করে দিয়েছেন আগুয়েরো, ‘ওহ, তুমি তো “ফিদেও”–এর (দি মারিয়া) মুখোমুখিও হবে। তোমার কী ভাগ্য! দুজনকেই (মেসি–দি মারিয়া) আটকাতে হবে। সে আবার অধিনায়কও।’

জুভেন্টাস তারকা দি মারিয়া
ছবি: টুইটার

কাতারে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবেন মেসি। ব্রাজিলে ২০১৪ সালে ফাইনালে উঠেও শিরোপার দেখা পাননি মেসি–আগুয়েরোরা। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন বলে মনে করা হচ্ছে। তার আগে চোট পেলে বিপদেই পড়তে হবে আর্জেন্টিনাকে। মেসির বন্ধু আগুয়েরো শঙ্কাটা আগেই বুঝতে পেরে সতর্ক করে দিলেন ওতামেন্দিকে। কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডার তো বেনফিকার অধিনায়ক, দেশের প্রতি যত টানই থাকুক, মাঠে নামলে মেসি–দি মারিয়ার বিপক্ষে একটু নমনীয় মানসিকতা নিয়ে খেলা কঠিনই হবে তাঁর জন্য।