আবারও মাইলফলক গড়া সালাহর জাদুতে লিভারপুলের জয়
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অন্যতম চমকের নাম বোর্নমাউথ। পয়েন্ট তালিকার তিনে থাকা নটিংহাম ফরেস্টের বিপক্ষে আগের ম্যাচে ৫ গোল দিয়েছিল তারা। লিগে এর আগে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও হারিয়েছিল দলটি।
এমন প্রতিপক্ষের বিপক্ষে শনিবার রাতে লিভারপুলের পরীক্ষাটা কঠিনই মনে হচ্ছিল। ম্যাচজুড়ে বিভিন্ন সময় চ্যালেঞ্জে অবশ্য লিভারপুল পড়েছিল ঠিকই। যদিও শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ ঠিকই উতরে গেছে আর্নে স্লটের দল। মোহাম্মদ সালাহর জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল জিতেছে ২-০ গোলে।
দারুণ ছন্দে থাকা সালাহ এই ম্যাচে প্রথম গোলটি করেই নাম লেখান দারুণ এক মাইলফলকে। এটি ছিল ইউরোপে সব দল মিলিয়ে সালাহর ৩০০তম গোল। এই ম্যাচ শেষে যা হয়েছে ৩০১। আর লিভারপুলের জার্সিতে সালাহর গোলসংখ্যা এখন ২৩৬। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সালাহর গোলসংখ্যা এখন ২১।
এ নিয়ে লিভারপুলের হয়ে পাঁচ মৌসুমে লিগে ২০ বা তার বেশি গোল করলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ (৩২), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২) ও ২০২১-২২ (২৩) মৌসুমে এই কীর্তি গড়েছিলেন সালাহ। সালাহ ছাড়া ৫ বা তার বেশি মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছিলেন অ্যালান শিয়ারার (৭ বার), সের্হিও আগুয়েরো (৬ বার), হ্যারি কেইন (৬ বার) ও থিয়েরি অঁরি (৫ বার)।
বোর্নমাউথের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণকে পাখির চোখ করে দুই দল। আক্রমণ প্রতি-আক্রমণে দুই দলই চেষ্টা করে সুযোগ তৈরির চেষ্টা। দুই দলের এমন আগ্রাসী মানসিকতার কারণে ম্যাচ শুরু থেকেই ছিল গতিময়। তবে কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থ হচ্ছিল দুই দল। শেষ পর্যন্ত ম্যাচে ৩০ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে প্রথম গোল এনে দেন সালাহ।
এরপর বোর্নমাউথ চেষ্টা করেছিল ম্যাচে ফেরার কিন্তু মেলেনি গোলের দেখা। বিরতির পরও একই গতিতে খেলার চেষ্টা করে দুই দল। কিন্তু এবারও দুই দলের মধ্যে বড় ব্যবধান গড়ে দেন সালাহ। ৭৫ মিনিটে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করে বোর্নমাউথের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন এই মিসরীয় তারকা। এই দুই গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ‘অল রেড’রা।
রাতের অন্য ম্যাচে ব্রাইটনকে গোলবন্যায় ভাসিয়েছে নটিংহাম ফরেস্ট। ক্রিস উডের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ব্রাইটনে নটিংহাম উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। একই রাতে লেস্টারের বিপক্ষে এভারটন জিতেছে ৪-০ গোলে। আর নিউক্যাসল ২-১ গোলে হেরেছে ফুলহামের কাছে।
প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়ে ২৩ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৬। অন্যদিকে ৭ নম্বরে থাকা বোর্নমাউথের পয়েন্ট ২৪ ম্যাচে ৪০। ব্রাইটনের বিপক্ষে জেতা নটিংহাম ফরেস্ট আছে তিনে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। এক ম্যাচ কম খেলে নটিংহামের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে আর্সেনাল। কাল গানাররা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।