নারী ফুটবল দলকে রাত আড়াইটায় সংবর্ধনা দেবে বাফুফে

এশিয়ান কাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলবাফুফে

বাংলাদেশ নারী ফুটবল ছুঁয়েছে নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। দেশের ফুটবলের এই গৌরবময় অর্জন উদ্‌যাপন করতে নারী দলকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে রোববার দিবাগত রাত আড়াইটায়।

বাফুফে আজ রাত ১২টা ১০ মিনিটে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সোমবার সাতসকালে ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে রওনা হওয়ার কথা থিম্পু। এ কারণে তাঁরা ঢাকায় থাকতে থাকতেই গভীর রাতে এই সংবর্ধনার আয়োজন বলে জানিয়েছে বাফুফে।

বাংলাদেশ নারী দল রোববার সন্ধ্যা সাতটায় মিয়ানমার থেকে দেশের উদ্দেশে যাত্রা করবে। রাত ৯টায় ব্যাংককে ট্রানজিট শেষে সেখান থেকে রাত ১২টায় ঢাকার উদ্দেশে বিমানে ওঠার কথা মেয়েদের। ৭ জুলাই রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা জাতীয় দলের। বিমানবন্দর থেকেই হাতিরঝিলে এনে মেয়েদের জন্য এই অভিনব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন