মেসির অটোগ্রাফ ধরে রাখতে উল্কি করালেন ইন্টার মায়ামির গোলকিপার

ফ্রান্সিসকো রানিয়েরির হাতে মেসির অটোগ্রাফের উল্কিছবি: ইনস্টাগ্রাম

লিওনেল মেসির ভক্তের কি আর অভাব আছে পুরো বিশ্বে! প্রিয় তারকার জন্য কত ভক্ত কত পাগলামি করে! কেউ মেসির মতো করে চুল কাটান, কেউ তাঁর মতো করে উল্কি আঁকান শরীরে। কেউ আবার প্রিয় তারকার অটোগ্রাফ পেতে মাইলের পর মাইল পাড়ি দিয়ে মেসির কাছে যান। কেউ তাঁর অটোগ্রাফ পান, কেউ পান না।

কিন্তু মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির গোলকিপার ফ্রান্সিসকো রানিয়েরির কী সৌভাগ্য! মেসিই কিনা গেছেন তাঁর কাছে! হন্ডুরাসের বিপক্ষে গত সপ্তাহের প্রীতি ম্যাচটি আর্জেন্টিনা খেলেছে ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

এ ম্যাচের জন্য আর্জেন্টিনা দল অনুশীলন করেছে এমএলএসের দল ইন্টার মায়ামির মাঠে। সেখানেই মেসির দেখা পেয়ে যান তাঁর ভক্ত ইন্টার মায়ামির গোলকিপার রানিয়েরি। প্রিয় তারকাকে কাছে পেয়ে আবদার করেন একটি অটোগ্রাফের। স্বদেশি এই গোলকিপারের আবদার মিটিয়েছেন মেসিও।

অনুশীলন মাঠে তো কেউ আর কাগজ–কলম নিয়ে যান না। অটোগ্রাফ কোথায় নেবেন রানিয়েরি? ইন্টার মায়ামির গোলকিপার বাড়িয়ে দেন তাঁর বাঁ হাত। সেখানেই অটোগ্রাফ দেন মেসি।

কলমের কালি তো কদিন পরই উঠে যাওয়ার কথা। কিন্তু রানিয়েরি সেটা হতে দিলে তো! তাই তো মেসির অটোগ্রাফটা রানিয়েরি চিরস্থায়ী বন্দোবস্ত করে নিলেন। বাঁ হাতে আঁকিয়ে নিলেন মেসির অটোগ্রাফের উল্কি। আর মেসির সঙ্গে দেখা হওয়ার সেই দিনটিকে তিনি আখ্যা দিয়েছেন ‘জীবনের সেরা দিন’ হিসেবে।