বিশ্বকাপের সঙ্গে নেইমারকে ভাবতে হচ্ছে পিএসজি–ভবিষ্যৎ নিয়েও

পিএসজির অনুশীলনে নেইমারছবি: টুইটার

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তারকা খেলোয়াড়দের ভাবনার বেশির ভাগজুড়ে এখন কাতার। কিন্তু ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে বিশ্বকাপের সঙ্গে ভাবতে হচ্ছে পিএসজিতে তাঁর ভবিষ্যৎ নিয়েও।

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাই যাই করেও পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন। এর পর থেকেই ইউরোপের ফুটবলমহলে গুঞ্জন শোনা যাচ্ছে, উপযুক্ত দাম পেলে পিএসজি নেইমারকে ছেড়ে দেবে। কিন্তু নেইমারের ঘনিষ্ঠজনেরা বলছেন, বার্সেলোনার সাবেক তারকা এই মুহূর্তে পিএসজি ছাড়তে চান না।

আরও পড়ুন
পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ না জিতিয়ে প্যারিস ছাড়তে চান না নেইমার
ছবি: টুইটার

ফ্রেঞ্চ লি ‘আঁ’-তে আধিপত্য করলেও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন কিছুতেই পূরণ হচ্ছিল না পিএসজির। মূলত, সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই প্যারিসের দলটি ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভেড়ায়।

২০১৭ থেকে ২০২২—এই পাঁচ বছরেও পিএসজির স্বপ্ন পূরণ করতে পারেননি নেইমার। গত মৌসুমে তো লিওনেল মেসিকে পাশে পেয়েও চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে পিএসজির ছিটকে পড়া আটকাতে পারেননি নেইমার।

আরও পড়ুন
পিএসজির অনুশীলনে বল নিয়ে কারিকুরি নেইমারের
ছবি: ইনস্টাগ্রাম

নেইমারের সাবেক এজেন্ট ওয়াগনের রিবেইরো গত মাসে বলেছিলেন, নেইমার এই মুহূর্তে পিএসজি ছাড়তে চান না। পিএসজির যেমন স্বপ্ন একটি চ্যাম্পিয়নস লিগ জেতা, নেইমারেরও স্বপ্ন পিএসজিকে একটি চ্যাম্পিয়নস লিগ জেতানো। এই স্বপ্ন পূরণ না করে প্যারিস থেকে যেতে চান না ব্রাজিলিয়ান তারকা।

ওয়াগনের রিবেইরো বলেছেন, ‘নেইমারের একটি স্বপ্ন আছে—পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবে। তাই তার পিএসজির ভবিষ্যৎ নিয়ে সব রকমের গুঞ্জনের পরও সে খুব অনুপ্রাণিত। সে তার স্বপ্ন পূরণ না করা পর্যন্ত থামবে না।’

আরও পড়ুন
পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের
ছবি : টুইটার

নেইমার যেমন পিএসজি ছাড়তে চান না, তাঁকে ছাড়ার কোনো ইচ্ছাও নেই পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের। প্যারিসের দলটির দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে লিলের সাবেক কোচ বলেছিলেন, ‘নেইমার বিশ্বমানের খেলোয়াড়। এমন কোন কোচ আছে যে তাকে দলে চাইবে না! আমি তার কাছে কী চাই, সে বিষয়ে আমার ধারণা পরিষ্কার...আমি চাই সে আমাদের সঙ্গে থাকুক।’

ছুটি কাটিয়ে নেইমার এরই মধ্যে প্যারিসে ফিরেছেন। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড আসন্ন মৌসুমের জন্য নিজেকে ভালোভাবে তৈরি করে তুলছেন। কিন্তু এই প্রস্তুতির মধ্যেই তাঁকে ভাবতে হচ্ছে বিশ্বকাপ আর নিজের ভবিষ্যৎ নিয়ে।

আরও পড়ুন